চট্টগ্রাম মহানগর ষোলশহর রেলস্টেশনে কোটাবিরোধী অন্দোলনরত শিক্ষাথীদের ওপর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে অতর্কিত হামলা শুরু করে। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে কয়েক হাজার শিক্ষার্থীরা ঝড়ো হয় ষোলশহর রেলস্টেশনে। সংঘর্ষ শুরু পরপরই বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছি। এখানে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর আক্রমণ করে। আমাদের অনেকে গুরুতর আহত হয়েছেন। আমরা আমাদের অধিকার আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা। প্রয়োজনে রক্তদিব।
এর আগে, রোববার রাত ১১.৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিলো রাজাকার’ ইত্যাদি স্লোগান দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।


























