যশোরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ সময় কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।
জানা গেছে, এদিন সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কালেক্টরেট চত্বরে কোটা সংস্কার আন্দোলন করছিলেন। এসময় তাদের ওপর হামলা চালায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।
হামলার আগে মুক্তিযোদ্ধারা কোটা বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়ার পর তারা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, হামলার ঘটনার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছে৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অবরোধ তুলে নেয়ার জন্য আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন।





















