ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রত্যেক ভগির নেতাদের নেতৃত্বে এই মিছিল বের করা হয়।সব ভগির মিছিল প্রথমে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট পরে স্টেশন তলায় একত্র হয়ে স্লোগান দিতে থাকে “জামাত শিবিরের আস্তানা এই বাংলায় হবেনা, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, স্বঘোষিত রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস বলেন, আমাদের এই আন্দোলন যারা যুক্তিক কোটা সংস্কারের দাবি করছে তাদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন যারা মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে যারা ছাত্রদের মাথার উপরে কাঠাল ভেঙে খেতে চাই তাদের বিরুদ্ধে। আমরা এদেরকে শক্তহাতে প্রতিহত করবো।
সিএফসির নেতা(একাংশের) মির্জা খবির সাদাফ খান বলেন,আমরা কোটা সংস্কারের পক্ষে।আমরাও চাই কোটা সংস্কার হোক কিন্তু এক শ্রেণি এই আন্দোলনটাকে অন্যখাতে প্রবাহিত করার জন্য নৈরাজ্য সৃষ্টি করতেছে।তারা দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র যায়গায়, ত্রিশলক্ষ শহিদের দেশে নিজেদের রাজাকার হিসাবে অখ্যায়িত করে।এই স্বঘোষিত রাজাকারদের রাজাকার কোটায় পাকিস্তান পাটিয়ে দেওয়া হোক।
মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের সভাপতি রমজান হোসেন বলেন, সারাদেশে সাধারণ শিক্ষার্থীর নামে যারা আজকে পুরো দেশজুড়ে নৈরাজ্য, অরাজকতা ও জনদূর্ভোগ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা এদেরকে প্রতিহত করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা তাদের গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় আন্দোলন করেন। এই প্রতিবেদন করা অবস্থায় আন্দোলনে ২জন নিহতের খবর নিশ্চিত করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখনও চলমান।


























