রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের ছোড়া গুলিতে আবু সাইদ নামে বেরোবির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ত্রি-মুখী সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ প্রায় ২শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বলেন, দুপুর ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পার্কের এবং নগরীর খামারের মোড় এলাকায় কোটা আন্দোলনকারীদের মিছিল বের করলে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সাথে ত্রি-মুখী সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ আহত হন। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বেরোবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ প্রায় ২শতাধিদক ছাত্র আহত হয়েছে। এসময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ নিহত হন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।





















