সামিউ আমান নুর (১৩)
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ক্লাস সেভেনে পড়তো।
টঙ্গীর বৌবাজারে বেরে উঠা সদা নম্র, ভদ্র ও মিষ্টিভাসি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগষ্ট সকল ছাত্রদের ন্যায় সেও বজ্র কন্ঠে পতাকা তুলে নিয়েছিল দেশকে অন্যায়, জুলুম, অবিচার, দূর্নীতি মুক্ত করার জন্য। করতে পেরেছেও তাই শুধু বিনিময়ে তাকে স্বৈরাচারী সরকারের হাতে শহীদ হতে হয়েছে।
পড়াশোনা করতেন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সপ্তম শ্রেণীতে।
বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান ও দুই বোনের একমাত্র ভাই ছিল পরিবারের মধ্য মনি।
পরিবারের সকল আনন্দ হতো তাকে ঘিরে। বাবার বড় স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে দ্বীনের দ্বায়ি হবে। ইসলামের জন্য কাজ করবে, সমাজে প্রতিষ্ঠিত সু-নাগরিক হবে।তাইতো সে ছোট থেকেই পাচঁ ওয়াক্ত নামাজ ও কোরআনের পাঠে খুব মনোযোগী ছিল।
ছোট্ট শহীদ ভাইটি চোখে আঙ্গুল দিয়ে আমাদের শিখিয়ে গেলো, অন্যায়, অনিয়ম,আত্যাচার, দূর্নীতি,জুলুমের সাথে কোন আপোস নেই।
আজ আমরা স্বৈরাচারী সরকার হতে মুক্ত হয়েছি, অত্যাচারির শিকল ভেঙ্গে চুরমার করেছি। শুধু তুমি নেই, তুমি শহীদ হয়ে মহান আল্লাহর কাছে চলে গিয়েছো।
সর্বোপরি মহান আল্লাহর কাছে দোয়া তোমাকে শহীদ হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।


























