০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষককে মারধর দিয়ে পুলিশে

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হাই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই স্কুলের ছাত্রীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ১০টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ শহরের প্রধান সড়কে বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক আসলামুজ্জামানের পদত্যাগের দাবিতে ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ করে।

এ সময় ছাত্রীরা বিদ্যালয়ে যৌন হয়রানী মানিনা, মানব না, স্লোগান দিতে থাকে। শিক্ষক আসলামের বিরুদ্ধে যৌন হয়রানীর বর্ণনা দিতে গিয়ে একাধিক ছাত্রী বলেন, “স্যার হচ্ছে আমাদের বাবা সমতুল্য, সেই বাবা কি করে আমাদেরকে এমন কুপ্রস্তাব দিতে পারে”।

এ বিষয়ে আমরা বুধবার (১৪ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এর পর থেকেই আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে।

পরে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রীদের তোপের মুখে স্থানীয় কিছু যুবক শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে বেধম মারধর করে। খবর পেয়ে শিক্ষক আসলাম হোসেনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

এদিকে এ ঘটনার পর বেশ কয়েকজন শিক্ষার্থী উল্টো অভিযোগ করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের খন্ডকালিন কিছু শিক্ষকের সহযোগিতায় শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে কিছু বহিরাগত বখাটেদের দিয়ে শিক্ষকের ওপর হামলা করে। যদি সে দোষী হন তাহলে তার বিচার দাবী করছি। একই সাথে হামলাকারীদেরও বিচার দাবী জানায় এই শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ বাড়ি পাঠিয়ে দিয়েছে। ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ও ডিজি মহোদয়ের সাথে আলাপ করেছি। অভিযোগ প্রমানিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষককে মারধর দিয়ে পুলিশে

আপডেট সময় : ০৭:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হাই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই স্কুলের ছাত্রীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ১০টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ শহরের প্রধান সড়কে বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক আসলামুজ্জামানের পদত্যাগের দাবিতে ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ করে।

এ সময় ছাত্রীরা বিদ্যালয়ে যৌন হয়রানী মানিনা, মানব না, স্লোগান দিতে থাকে। শিক্ষক আসলামের বিরুদ্ধে যৌন হয়রানীর বর্ণনা দিতে গিয়ে একাধিক ছাত্রী বলেন, “স্যার হচ্ছে আমাদের বাবা সমতুল্য, সেই বাবা কি করে আমাদেরকে এমন কুপ্রস্তাব দিতে পারে”।

এ বিষয়ে আমরা বুধবার (১৪ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এর পর থেকেই আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে।

পরে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রীদের তোপের মুখে স্থানীয় কিছু যুবক শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে বেধম মারধর করে। খবর পেয়ে শিক্ষক আসলাম হোসেনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

এদিকে এ ঘটনার পর বেশ কয়েকজন শিক্ষার্থী উল্টো অভিযোগ করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের খন্ডকালিন কিছু শিক্ষকের সহযোগিতায় শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে কিছু বহিরাগত বখাটেদের দিয়ে শিক্ষকের ওপর হামলা করে। যদি সে দোষী হন তাহলে তার বিচার দাবী করছি। একই সাথে হামলাকারীদেরও বিচার দাবী জানায় এই শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ বাড়ি পাঠিয়ে দিয়েছে। ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ও ডিজি মহোদয়ের সাথে আলাপ করেছি। অভিযোগ প্রমানিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।