০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার শুভ খানের অভিনয়ে আসছে একক নাটক ‘ভুলটা আমারই ছিল

দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন শুভ খান।তিনি একাধারে অভিনেতা, সংগীত শিল্পী ও গণমাধ্যম কর্মী।অভিনয়ের পাশাপাশি দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করছেন তিনি।
 যদিও করোনার আগে নিয়মিত কাজের দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এ তরুণ অভিনেতা  অভিনয়ের মাধ্যমে।গণমাধ্যমকর্মী হওয়ায় করোনার পরে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেভাবে আর অভিনয় করতে পারেননি তিনি।
সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ এই শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন তিনি। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম।
নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন,দারুণ একটি গল্প যেখানে প্রেম, বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছু আছে। গল্পটি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান যিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন এসএম রুবেল রানা।
নাটকের বিষয় কথা হয় তাসনোভা নিঝুমের সঙ্গে। তিনি বলেন, বিয়ে, দাম্পত্য জীবন, ভালোবাসায় ভুল বোঝা-বুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষে হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরনের মেসেজ আছে; দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে শুভ খান ও তাসনোভা নিঝুম ছাড়াও আরো অভিনয় করেছেন- জিধান সরকার, আনোয়ার শাই। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।
জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

এবার শুভ খানের অভিনয়ে আসছে একক নাটক ‘ভুলটা আমারই ছিল

আপডেট সময় : ০৬:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন শুভ খান।তিনি একাধারে অভিনেতা, সংগীত শিল্পী ও গণমাধ্যম কর্মী।অভিনয়ের পাশাপাশি দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করছেন তিনি।
 যদিও করোনার আগে নিয়মিত কাজের দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এ তরুণ অভিনেতা  অভিনয়ের মাধ্যমে।গণমাধ্যমকর্মী হওয়ায় করোনার পরে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেভাবে আর অভিনয় করতে পারেননি তিনি।
সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ এই শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন তিনি। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম।
নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন,দারুণ একটি গল্প যেখানে প্রেম, বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছু আছে। গল্পটি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান যিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন এসএম রুবেল রানা।
নাটকের বিষয় কথা হয় তাসনোভা নিঝুমের সঙ্গে। তিনি বলেন, বিয়ে, দাম্পত্য জীবন, ভালোবাসায় ভুল বোঝা-বুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষে হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরনের মেসেজ আছে; দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে শুভ খান ও তাসনোভা নিঝুম ছাড়াও আরো অভিনয় করেছেন- জিধান সরকার, আনোয়ার শাই। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।