০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিএনপি অফিস পুড়ানো মালায় ৩২ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় বিএনপি’র জেলা কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক হুইপসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাত মঙ্গলবার ২০ আগষ্ট  কক্সববাজার সদর মডেল থানায় মামলাটি করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ককসবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেন গত ৪ আগস্ট রাত অনুমান ৮.০০ হইতে ৯.০০ ঘটিকার সময় ককসবাজার থানাধীন ককসবাজার পৌরসভার অন্তর্গত শহীদ সরণী রোডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা কার্যালয়ের সামনে চলমান কোটা সংস্কার আন্দোলনের আপমর ছাত্র জনতা শহীদ স্মরণী রোডে শহীদ মিনার পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় উল্লেখিত আসামীগণ অজ্ঞাতনামা আসামীগণ সহ বিমান বন্দর সড়ক ও ককসবাজার পৌরসভা ভবনের লাগোয়া প্রধান সড়ক দিয়ে দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র হকিষ্টিক, ককটেল, লোহার রড ও গান পাওড়ার সহ দার্য্য দ্রব্যাদি নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী জনতাবন্ধ হইয়া সন্ত্রাসী কায়দায় প্রধান সড়কে থাকা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ সহ জনমনে ভীতির সঞ্চার করে নিরীহ জনতার উপর ককটেল ও গুলি বর্ষন করে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। এই সময় সড়কে অবস্থিত সি.সি ক্যামেরাও ভাংচুর করে এবং আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশ্য মূলক লুটপাট চালায়। এই সময়ে ১নং, ২নং ও ৩নং আসামীদের নেতৃত্বে এবং হুকুমে অপরাপর আসামীদের মধ্য হতে এস.এম সাদ্দাম হোসেন ও মঈন উদ্দিন মঈন তাহাদের হাতে থাকা পোট্রাল ও গান পাউডার নিয়া অন্যান্য আসামীগণ সহ বি,এন,পি কার্যালয়ের ভিতরে চতুর পার্শ্বে ছিটিয়ে দিতে থাকে এবং তাহারা সাথে সাথে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে রক্ষিত আসবাব পত্র ও লাইব্রেরীর গচ্ছিত বই ও কোরআন শরীফ এবং কাৰ্য্যালয়ের অবকাঠামো সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। সুনির্দিষ্ট প্রমাণ স্বরুপ যাদেরকে আসামি করা হয়েছে যথাক্রমে
১। সাইমুম সরওয়ার কমল (৫৬) পিতা- মৃত ওসমান সরওয়ার, সাং- মন্ডল পাড়া, ইউনিয়ন ফতেখাঁরকুল, থানা- রামু, জেলা-ককসবাজার (সাবেক সংসদ সদস্য, রামু-৩)

২। আশেক উল্লাহ রফিক (৬০) পিতা- অজ্ঞাত, সাবেক সংসদ সদস্য, মহেশখালী- কুতুবদিয়া,

৩। সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি (৭০) পিতা- মৃত ফয়জুল করিম চৌধুরী, সাং-পহরচাঁদা, বরইতলী, থানা-চকরিয়া, জেলা-ককসবাজার।

৪। দীপক দাশ পিতা- সুকুমার দাশ, সাং- হাসপাতাল সড়ক,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-ককক্সবাজার।

৫। মিজানুর রহমান, সাবেক কমিশনার,পিতা- হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড, নুনিয়াছড়া, ককক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

৬। মোহাম্মদ শাকিল পিতা-আবুল কাশেম, সাং- নতুন ফিশারী পাড়া, ২ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

৭। রুহুল কাদের মানিক, সভাপতি, শরশ্রমিক লীগ, পিতা- মোহাম্মদ হোছাইন, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা কক্সবাজার।

৮। জামসেদ আলম জনি পিতা- অজ্ঞাত, সাং- বায়তুশ শরফ রোড, ৮ নং ওয়ার্ড,ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

৯। জাফর আলম প্রকাশ- বালতি জাফর (৪৮) পিতা- মৃত আলী আহমদ, সভাপতি, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, পাহাড়তলী, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

১০। এস.এম সাদ্দাম হোসেন (৩৮) পিতা- নুরুল হক,সভাপতি, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১১। মারুফ আদনান (৩৮) পিতা- মুকুল, সাধারণ সম্পাদক, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১২। মাঈন উদ্দিন মাঈন (৩৫) পিতা- অজ্ঞাত, সাং-নুনিয়াছড়া, সিনিয়র সহ-সভাপতি, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১৩। ডালিম বড়ুয়া (৩৮) পিতা-অজ্ঞাত, সভাপতি, পৌর যুবলীগ, সাং- বইল্যা পাড়া, ৭ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

১৪। ইসতিয়াক আহমেদ জয় (৪০) পিতা- মৃত নজরুল ইসলাম, সাবেক
জেলা সভাপতি ছাত্রলীগ, সাং- থানা রোড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৫। আমির উদ্দিন (৩৫) পিতা- কামাল উদ্দিন, সাং- বৈদ্য ঘোনা, ৮ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৬। রাজিবুল ইসলাম মোস্তাক (৩৫) পিতা- নাজির আহমদ, আহবায়ক, ককসবাজার সরকারী কলেজ ছাত্রলীগ,

১৭। হাসান তারেক (৩০) পিতা-অজ্ঞাত, সাং- নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার,সভাপতি, ছাত্রলীগ, ককসবাজার পৌরসভা।

১৮। মনিরুল ইসলাম মনির (৩০) পিতা- অজ্ঞাত,সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগ।

১৯। রোস্তম আলী চৌধুরী (৪৮) পিতা- বাঁচা মিয়া চৌধুরী, সাং-এস,এম, পাড়া, ৫নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

২০। ইমরান প্রকাশ- চাইনিজ ইমরান (৩৫) পিতা- অজ্ঞাত, সাধারণ সম্পাদক, শহর যুবলীগ, ককসবাজার শাখা

২১। মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) পিতা- মৃত গোরা মিয়া, সভাপতি, সদর উপজেলা শ্রমিকলীগ, উত্তর হাজী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা-ককক্সবাজার।

২২। নুর আল (৪৫) পিতা- অজ্ঞাত, সাং-এ,বি,সি ঘোনা, ৭নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

২৩। কুতুব উদ্দিন পিতা- নাজিম উদ্দিন, সাং- বইল্যা পাড়া, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

২৪। আবুল হোসেন পিতা- তাজর আলম, সাং- ফদনার ডেইল, ১নং ওয়ার্ড, কুতুবদিয়া পাড়া, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককক্সবাজার।

২৫। শামশুল আলম পিতা-শহর মুল্লুক, সাং- ফলিয়া পাড়া, ৬ নং ওয়ার্ড, রাজা পালং ইউ,পি, থানা উখিয়া, জেলা-ককসবাজার।

২৬। আশাদুজ্জামান অপু পিতা- নুরুল আলম, সাং- শেখের কিল্লা ঘোনা এলাহী, সাং- মিয়া পাড়া, পেকুয়া, থানা- পেকুয়া, জেলা-ককসবাজার।

২৮। শহিদ হোসাইন সুজন পিতা- মাষ্টার ইব্রাহীম সিকদার, সাং- আলী আকবর ডেইল, ৪নং ওয়ার্ড, থানা- কুতুবদিয়া, জেলা ককসবাজার,

২৯। মোহাম্মদ ইদ্রিস (৩৫) পিতা-মৃত আবদুল জলিল, সাং- দক্ষিণ ডিককুল, সদর, ককসবাজার,

৩০। ইদ্রিস (৩৮) পিতা মৃত জাফর আলম, সাং- দক্ষিণ হাজী পাড়া, ঝিলংজা, খানা ও জেলা-ককসবাজার,

৩১। রোকন উদ্দিন (৪৫) পিতা- মৃত কবির আহমদ, সাং কুতুবজোম, মহেশখালী, ককসবাজার, হালসাং- বদর মোকাম, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা- ককসবাজার,

৩২। আবু বক্কর সিদ্দিক খোকন পিতা-আবদুস সালাম, সা. নতুন বাহারছড়া,ককসবাজার পৌরসভা, ককসবাজার সহ অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান। তিনি বলেন এর আগে ১৭ আগস্ট ১২ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানা আরো একটি মামলা করে। এই পযন্ত দুইটি মামলায় ৩৫০ জনকে আসামী করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিএনপি অফিস পুড়ানো মালায় ৩২ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে

আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় বিএনপি’র জেলা কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক হুইপসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাত মঙ্গলবার ২০ আগষ্ট  কক্সববাজার সদর মডেল থানায় মামলাটি করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ককসবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেন গত ৪ আগস্ট রাত অনুমান ৮.০০ হইতে ৯.০০ ঘটিকার সময় ককসবাজার থানাধীন ককসবাজার পৌরসভার অন্তর্গত শহীদ সরণী রোডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা কার্যালয়ের সামনে চলমান কোটা সংস্কার আন্দোলনের আপমর ছাত্র জনতা শহীদ স্মরণী রোডে শহীদ মিনার পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় উল্লেখিত আসামীগণ অজ্ঞাতনামা আসামীগণ সহ বিমান বন্দর সড়ক ও ককসবাজার পৌরসভা ভবনের লাগোয়া প্রধান সড়ক দিয়ে দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র হকিষ্টিক, ককটেল, লোহার রড ও গান পাওড়ার সহ দার্য্য দ্রব্যাদি নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী জনতাবন্ধ হইয়া সন্ত্রাসী কায়দায় প্রধান সড়কে থাকা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ সহ জনমনে ভীতির সঞ্চার করে নিরীহ জনতার উপর ককটেল ও গুলি বর্ষন করে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। এই সময় সড়কে অবস্থিত সি.সি ক্যামেরাও ভাংচুর করে এবং আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশ্য মূলক লুটপাট চালায়। এই সময়ে ১নং, ২নং ও ৩নং আসামীদের নেতৃত্বে এবং হুকুমে অপরাপর আসামীদের মধ্য হতে এস.এম সাদ্দাম হোসেন ও মঈন উদ্দিন মঈন তাহাদের হাতে থাকা পোট্রাল ও গান পাউডার নিয়া অন্যান্য আসামীগণ সহ বি,এন,পি কার্যালয়ের ভিতরে চতুর পার্শ্বে ছিটিয়ে দিতে থাকে এবং তাহারা সাথে সাথে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে রক্ষিত আসবাব পত্র ও লাইব্রেরীর গচ্ছিত বই ও কোরআন শরীফ এবং কাৰ্য্যালয়ের অবকাঠামো সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। সুনির্দিষ্ট প্রমাণ স্বরুপ যাদেরকে আসামি করা হয়েছে যথাক্রমে
১। সাইমুম সরওয়ার কমল (৫৬) পিতা- মৃত ওসমান সরওয়ার, সাং- মন্ডল পাড়া, ইউনিয়ন ফতেখাঁরকুল, থানা- রামু, জেলা-ককসবাজার (সাবেক সংসদ সদস্য, রামু-৩)

২। আশেক উল্লাহ রফিক (৬০) পিতা- অজ্ঞাত, সাবেক সংসদ সদস্য, মহেশখালী- কুতুবদিয়া,

৩। সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি (৭০) পিতা- মৃত ফয়জুল করিম চৌধুরী, সাং-পহরচাঁদা, বরইতলী, থানা-চকরিয়া, জেলা-ককসবাজার।

৪। দীপক দাশ পিতা- সুকুমার দাশ, সাং- হাসপাতাল সড়ক,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-ককক্সবাজার।

৫। মিজানুর রহমান, সাবেক কমিশনার,পিতা- হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড, নুনিয়াছড়া, ককক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

৬। মোহাম্মদ শাকিল পিতা-আবুল কাশেম, সাং- নতুন ফিশারী পাড়া, ২ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

৭। রুহুল কাদের মানিক, সভাপতি, শরশ্রমিক লীগ, পিতা- মোহাম্মদ হোছাইন, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা কক্সবাজার।

৮। জামসেদ আলম জনি পিতা- অজ্ঞাত, সাং- বায়তুশ শরফ রোড, ৮ নং ওয়ার্ড,ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

৯। জাফর আলম প্রকাশ- বালতি জাফর (৪৮) পিতা- মৃত আলী আহমদ, সভাপতি, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, পাহাড়তলী, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

১০। এস.এম সাদ্দাম হোসেন (৩৮) পিতা- নুরুল হক,সভাপতি, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১১। মারুফ আদনান (৩৮) পিতা- মুকুল, সাধারণ সম্পাদক, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১২। মাঈন উদ্দিন মাঈন (৩৫) পিতা- অজ্ঞাত, সাং-নুনিয়াছড়া, সিনিয়র সহ-সভাপতি, ককসবাজার জেলা ছাত্রলীগ,

১৩। ডালিম বড়ুয়া (৩৮) পিতা-অজ্ঞাত, সভাপতি, পৌর যুবলীগ, সাং- বইল্যা পাড়া, ৭ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

১৪। ইসতিয়াক আহমেদ জয় (৪০) পিতা- মৃত নজরুল ইসলাম, সাবেক
জেলা সভাপতি ছাত্রলীগ, সাং- থানা রোড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৫। আমির উদ্দিন (৩৫) পিতা- কামাল উদ্দিন, সাং- বৈদ্য ঘোনা, ৮ নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৬। রাজিবুল ইসলাম মোস্তাক (৩৫) পিতা- নাজির আহমদ, আহবায়ক, ককসবাজার সরকারী কলেজ ছাত্রলীগ,

১৭। হাসান তারেক (৩০) পিতা-অজ্ঞাত, সাং- নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার,সভাপতি, ছাত্রলীগ, ককসবাজার পৌরসভা।

১৮। মনিরুল ইসলাম মনির (৩০) পিতা- অজ্ঞাত,সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগ।

১৯। রোস্তম আলী চৌধুরী (৪৮) পিতা- বাঁচা মিয়া চৌধুরী, সাং-এস,এম, পাড়া, ৫নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

২০। ইমরান প্রকাশ- চাইনিজ ইমরান (৩৫) পিতা- অজ্ঞাত, সাধারণ সম্পাদক, শহর যুবলীগ, ককসবাজার শাখা

২১। মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) পিতা- মৃত গোরা মিয়া, সভাপতি, সদর উপজেলা শ্রমিকলীগ, উত্তর হাজী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা-ককক্সবাজার।

২২। নুর আল (৪৫) পিতা- অজ্ঞাত, সাং-এ,বি,সি ঘোনা, ৭নং ওয়ার্ড, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

২৩। কুতুব উদ্দিন পিতা- নাজিম উদ্দিন, সাং- বইল্যা পাড়া, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককসবাজার।

২৪। আবুল হোসেন পিতা- তাজর আলম, সাং- ফদনার ডেইল, ১নং ওয়ার্ড, কুতুবদিয়া পাড়া, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা-ককক্সবাজার।

২৫। শামশুল আলম পিতা-শহর মুল্লুক, সাং- ফলিয়া পাড়া, ৬ নং ওয়ার্ড, রাজা পালং ইউ,পি, থানা উখিয়া, জেলা-ককসবাজার।

২৬। আশাদুজ্জামান অপু পিতা- নুরুল আলম, সাং- শেখের কিল্লা ঘোনা এলাহী, সাং- মিয়া পাড়া, পেকুয়া, থানা- পেকুয়া, জেলা-ককসবাজার।

২৮। শহিদ হোসাইন সুজন পিতা- মাষ্টার ইব্রাহীম সিকদার, সাং- আলী আকবর ডেইল, ৪নং ওয়ার্ড, থানা- কুতুবদিয়া, জেলা ককসবাজার,

২৯। মোহাম্মদ ইদ্রিস (৩৫) পিতা-মৃত আবদুল জলিল, সাং- দক্ষিণ ডিককুল, সদর, ককসবাজার,

৩০। ইদ্রিস (৩৮) পিতা মৃত জাফর আলম, সাং- দক্ষিণ হাজী পাড়া, ঝিলংজা, খানা ও জেলা-ককসবাজার,

৩১। রোকন উদ্দিন (৪৫) পিতা- মৃত কবির আহমদ, সাং কুতুবজোম, মহেশখালী, ককসবাজার, হালসাং- বদর মোকাম, ককসবাজার পৌরসভা, থানা ও জেলা- ককসবাজার,

৩২। আবু বক্কর সিদ্দিক খোকন পিতা-আবদুস সালাম, সা. নতুন বাহারছড়া,ককসবাজার পৌরসভা, ককসবাজার সহ অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান। তিনি বলেন এর আগে ১৭ আগস্ট ১২ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানা আরো একটি মামলা করে। এই পযন্ত দুইটি মামলায় ৩৫০ জনকে আসামী করা হয়েছে।