গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে কক্সবাজারের প্রগতিশীল নারীদের উদ্যেগে গানে গানে প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কক্সবাজার শহরের গুনগাছ তলায়, ফাতেমা আক্তার শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ।
এতে বক্তব্য রাখেন বহ্নিশিখার সভাপতি উম্মুল বকেয়া মৌ, নারীনেত্রী তাফফিয়া মোস্তফা, লুৎফর নাহার, উম্মে হাবিবা শিরু, অর্পণা দে দিঘি, আফরোজা, আজিজা আক্তার ইমা, সামিরা রিমা,সব সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাংবাদিক সৌরভ দেব। উপস্থিত ছিলেন কক্সবাজারের প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন নারীদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সকল নারী হত্যা ও ধর্ষনের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।























