০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ওবামাসহ ৯২ নোবেলজয়ীর চিঠি

শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এক যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানান তারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক পৃষ্ঠাজুড়ে ছাপানো হয়েছে। যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী শুভাকাঙ্খী নাগরিকদের উদ্দেশে’ লেখা ওই চিঠিতে বাংলাদেশের জন্য ‘আগামী মাস ও বছরে শান্তি ও সাফল্য কামনা করেছেন তারা।
ড. ইউনূস এবং অন্যান্যদের উল্লেখ করা বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং অ্যাক্টিভিস্ট জেন গুডালসহ অন্যান্য নেতারা বলেছেন,
যেভাবে তরুণরা মুহাম্মদ ইউনূসকে অনুপ্রাণিত করেছে, আমরা বিশ্বাস করি, তিনিও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নতুন ভবিষ্যৎ নিয়ে আসতে নেতৃত্বের ভূমিকা রাখতে তাদের অনুপ্রাণিত করবেন।
চিঠিতে বিশ্ব নেতারা আরও বলেন, ড. ইউনূসের আহ্বানে একটি নতুন এবং উন্নত দেশ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত।
জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ওবামাসহ ৯২ নোবেলজয়ীর চিঠি

আপডেট সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এক যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানান তারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক পৃষ্ঠাজুড়ে ছাপানো হয়েছে। যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী শুভাকাঙ্খী নাগরিকদের উদ্দেশে’ লেখা ওই চিঠিতে বাংলাদেশের জন্য ‘আগামী মাস ও বছরে শান্তি ও সাফল্য কামনা করেছেন তারা।
ড. ইউনূস এবং অন্যান্যদের উল্লেখ করা বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং অ্যাক্টিভিস্ট জেন গুডালসহ অন্যান্য নেতারা বলেছেন,
যেভাবে তরুণরা মুহাম্মদ ইউনূসকে অনুপ্রাণিত করেছে, আমরা বিশ্বাস করি, তিনিও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নতুন ভবিষ্যৎ নিয়ে আসতে নেতৃত্বের ভূমিকা রাখতে তাদের অনুপ্রাণিত করবেন।
চিঠিতে বিশ্ব নেতারা আরও বলেন, ড. ইউনূসের আহ্বানে একটি নতুন এবং উন্নত দেশ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত।