০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে যোগদান করলেন নতুন উপাচার্য

দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : নোবিপ্রবি উপাচার্য 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে যোগদান করেন তিনি। নতুন উপাচার্যেকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন নোবিপ্রবির বিএনসিসি ক্যাডেটরা। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যোগদানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।
এসময় শিক্ষার্থীরা একে একে তাদের পরিচয় এবং বিশ্ববিদ্যালয় নানামূখী সংকট, সম্ভবনা এবং দাবি  তুলে ধরেন। শিক্ষার্থীরা বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘যেহেতু আপনি কেমব্রিজের এলামনাই, আমরা আশাবাদী আপনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে তাদের ক্যাম্পাসকে উন্নত ও সমৃদ্ধ করতে যথাসাধ্য চেষ্টা করবেন।’
মতবিনিময় সভায় সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ সুসংহত রাখতে প্রশাসন সবসময় ন্যায়বিচার এবং সমতার পক্ষে কাজ করবে।”
সাংবাদিকদের সাথে সাক্ষাৎ কালে তিনি বলেন,’ বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, দ্রুত পরীক্ষা গ্রহণ এবং বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে বিজ্ঞান প্রযুক্তি এক্সেলেন্স প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও উল্লেখ করেন,  নোবিপ্রবিকে একটি উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন।’
জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে উপাচার্য নিয়োগের  প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

নোবিপ্রবিতে যোগদান করলেন নতুন উপাচার্য

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে যোগদান করেন তিনি। নতুন উপাচার্যেকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন নোবিপ্রবির বিএনসিসি ক্যাডেটরা। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যোগদানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।
এসময় শিক্ষার্থীরা একে একে তাদের পরিচয় এবং বিশ্ববিদ্যালয় নানামূখী সংকট, সম্ভবনা এবং দাবি  তুলে ধরেন। শিক্ষার্থীরা বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘যেহেতু আপনি কেমব্রিজের এলামনাই, আমরা আশাবাদী আপনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে তাদের ক্যাম্পাসকে উন্নত ও সমৃদ্ধ করতে যথাসাধ্য চেষ্টা করবেন।’
মতবিনিময় সভায় সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ সুসংহত রাখতে প্রশাসন সবসময় ন্যায়বিচার এবং সমতার পক্ষে কাজ করবে।”
সাংবাদিকদের সাথে সাক্ষাৎ কালে তিনি বলেন,’ বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, দ্রুত পরীক্ষা গ্রহণ এবং বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে বিজ্ঞান প্রযুক্তি এক্সেলেন্স প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও উল্লেখ করেন,  নোবিপ্রবিকে একটি উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন।’
জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে উপাচার্য নিয়োগের  প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।