পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করবে বিএনপি….ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেছেন, পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করবে বিএনপি। নিজে শিখুন ছাত্রদের শিখান।
শনিবার দুপুরে জেলা জিয়া পরিষদ আয়োজনে খাগড়াছড়ি টাউনহলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, আগামী নির্বাচন কঠিন নির্বাচন, তাই শিক্ষকদের সততার, নিষ্ঠার, নিরপেক্ষতা সাথে কাজ করার আহবান জানান। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পাঠদান দেওয়ার আহবান জানালেন তিনি।
সম্প্রীতি সমাবেশে জেলা জিয়া পরিষদ সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অতিথি ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, অনিমষ চাকমা রিংকু, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা জিয়া পরিষদ ও বিভিন্ন উপজেলা জিয়া পরিষদ নেতৃবৃন্দ।





















