০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জবির উপাচার্য হওয়ার আলোচনায় অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর থেকে শুরু করে প্রশাসনের দায়িত্বে থাকা অনেকেই পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, প্রক্টররিয়াল বডি ও হল প্রভোস্টসহ অনেকেই পদত্যাগ করেছেন। অভিভাবকহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করতে দ্রুতই বিশ্ববিদ্যালয় নিয়োগ দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছয় জন উপাচার্য নিয়োগ হয়েছে। এসব উপাচার্যরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না করা, একটিমাত্র ছাত্রী হল ছাড়া আবাসনের কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাহিরের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপাচার্য হিসেবে দেখতে চায় না শিক্ষক-শিক্ষার্থীরা। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে আসলে তাঁরা একটি বলয়ের মধ্যে পড়ে যান বলে দাবি শিক্ষকদের। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ জবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে তাকে ক্যম্পাসের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে উপাচার্য হওয়ার শিক্ষার্থী মহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আছেন আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জনপ্রিয় সংবাদ

রংপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জবির উপাচার্য হওয়ার আলোচনায় অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম

আপডেট সময় : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর থেকে শুরু করে প্রশাসনের দায়িত্বে থাকা অনেকেই পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, প্রক্টররিয়াল বডি ও হল প্রভোস্টসহ অনেকেই পদত্যাগ করেছেন। অভিভাবকহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করতে দ্রুতই বিশ্ববিদ্যালয় নিয়োগ দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছয় জন উপাচার্য নিয়োগ হয়েছে। এসব উপাচার্যরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না করা, একটিমাত্র ছাত্রী হল ছাড়া আবাসনের কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাহিরের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপাচার্য হিসেবে দেখতে চায় না শিক্ষক-শিক্ষার্থীরা। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে আসলে তাঁরা একটি বলয়ের মধ্যে পড়ে যান বলে দাবি শিক্ষকদের। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ জবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে তাকে ক্যম্পাসের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে উপাচার্য হওয়ার শিক্ষার্থী মহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আছেন আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।