নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) নতুন কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মো. মুবদী ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ও মুক্তিযোদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতিমা জান্নাত রিন্তি।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেট রুমী ভবনে দায়িত্ব হস্তান্তর এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি নাজমুল ইসলাম হৃদয় নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সহ- সভাপতি (প্রশাসন) পদে নির্বাচিত হয়েছেন মো.ফাহাদ হোসেন,সহ-সভাপতি (বাংলা বিতর্ক) অয়ন ভৌমিক,সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) পুজা ধর, সহ-সভাপতি (প্রচার ও প্রকাশনা) সাবিকুন নাহার।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে শামস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক (বাংলা বিতর্ক) নুসাইবা চৌধুরী ইলা, যুগ্ম-সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) ফারিয়া নওশীন তিশা,কোষাধ্যক্ষ সুধা বড়ুয়া, দপ্তর সম্পাদক সায়মা আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদীন, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক মো.তাবিব ইবনে হুদা।
নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন,কর্মশালা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আফরিন জাহান, সদস্য সম্পাদক সানজিদুল্ল্যাহ গৌরব,অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মো.আইনুল হাসনাত রাজু, স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক মো.তানভীর হাসান ইয়ামিন, সিনিয়র সহযোগী সম্পাদক পদেঅমিত চক্রবর্তী, আবরার হোসেন আবেদ, শামা জাবীন অর্পা, তাওসিফ আহমেদ, সাঈদ বিন হায়দার, অবন্তিকা নাত, সাবিহা জেসমিন।
এছাড়াও নবগঠিত কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামন্ডলীর দায়িত্ব পালন করবেন বিদায়ী কমিটির সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক তুর্যয় চৌধুরী।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি বলেন,’ বিতর্কে যেমন দলের তিন জন মানুষের ভেতরের কো-অর্ডিনেশন ঠিক না থাকলে বিতর্ক জেতা সম্ভব হয় না, একটা ক্লাব চলে একজন আরেকজনের সাথে কো-অর্ডিনেশনের মাধ্যমে। একজন বিতার্কিকের ‘গুড লিসেনার’ হওয়ার যে অভ্যাস এই অভ্যাসকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো। ঐক্যবদ্ধতার সূত্র মেনে অন্যের মতের প্রতি সম্মান জানিয়ে আমরা আগাতে চাই৷ চেইন অফ কমান্ড মেনে চলে আমরা আশা করি সামনে যাত্রা শুরু করবো দুর্বার গতিতে। আমাদের একতাবদ্ধ এই মানসিকতাই আমাদের মূল প্রতিরোধ বেষ্টনী। এই ভ্রাতৃত্ব আর ঐক্যকে আয়ত্ত করে সামনে পা রেখে আমরা বজায় রাখতে চাই আমাদের সাফল্য ধারা।’
সভাপতি মো. মুবদী ইসলাম রাফিন বলেন, ‘নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আমার কাছে আবেগের নাম, পরিবারের নাম। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এই পরিবারকে আগলে রাখা আমাদের সকলের স্বপ্ন। আমাদের এই পদযাত্রায় আমাদের লক্ষ্য হলো টিম স্ট্রাকচার নিয়ে বিশদভাবে কাজ করে টিমগুলোকে আরো অনবদ্য করা, পূর্বের কমিটির সেট করে দেয়া সাফল্যের লাইনকে সুক্ষ্ণভাবে বজাই রাখতে চাই, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নাম কেবল জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্থাপিত করতে চাই, ক্যাম্পাস কেন্দ্রিক পরিপূর্ণ মেধা-বুদ্ধির চর্চা এবং ব্যক্তিকেন্দ্রিক সফলতার মাপকাঠি সেট করে দেয়ার চেষ্টা আমরা চালিয়ে যাবো।’























