গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদের যাতাকলে পৃষ্ঠ ছিল পুরো দেশ। এরকম কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়েও ছাত্র জনতা এই ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল। এর দোসরদের এ দেশে আর ঠাঁই দেওয়া হবে না।
বুধবার (১৬ অক্টোবর) বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের এক সমাবেশে এই কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, সহ-সভাপতি হাসান আল মামুনসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ।
এসময় নুর বলেন, এই জামালপুর শেরপুরে আমাদের অনেক নেতাকর্মীরা শুধুমাত্র মিছিল করার কারণে হামলা মামলার শিকার হয়েছিল।
এই ফ্যাসিবাদ সরকারের সময় শুধু গণধিকার পরিষদ নয় বিএনপি জামায়াত সহ অন্যান্য অনেক রাজনৈতিক কর্মীদের রাজনীতি করা তো দূরের কথা ঘরে থাকার সুযোগ ছিল না।
এদেশে নির্বাচন করার অধিকার ছিল না, মুক্তচিন্তা করার অধিকার ছিল না। সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য রাজনীতিকে একটি দুর্বৃত্তায়নের পরিণত করেছিল।
আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
বর্তমান সরকারের উদ্দেশে নুরুল হক নুর বলেন,
শুধু নির্বাচনের জন্য আপনাদের বসানো হয়নি। ফ্যাসিস্ট রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামো দিয়ে সংস্কার করে নির্বাচন দেবেন, জনগন আপনাদের পাশে থাকবে।
তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদ ক্ষমতায় যেতে চায় না। আগামীতে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করতে চায়।
তিনি সমাবেশ থেকে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


























