ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ জানাজায় উপস্থিত থাকে। জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, দখলদার ইসরাইল মনে করছে তারা সিনওয়ারকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা চেতনা ও মুসলমানদেরকে দমিয়ে রাখবে কিন্তু তারা হয়তো জানে না তারা এক সিনওয়ারকে মারলেও আরও হাজারো সিনওয়ারের জন্ম নিবে। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতে থাকবে।
গত বুধবার ইসরায়েলের হামলায় এ হামাস নেতা নিহত হন। এরপর গতকাল রাতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী (আইডিএফ) ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে।

























