মুন্সীগঞ্জের গজারিয়ায় এই প্রথম পতিত জমিতে বস্তায় আদা চাষ করেছে কৃষকরা।
সরেজমিনে রবিবার উপজেলার, নয়াকান্দি, মাথাভাঙাসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনা ও পতিত জমিতে বস্তায় মাটি ভরে কৃষকরা আদা চাষ করছে।
গজারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,উপজেলা কৃষাণীদের মাঝে বাড়তি আয়ের জোগানে এই প্রথম বস্তায় আদা চাষ হচ্ছে। উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২হাজার ৫শত বস্তায় আদা চাষ হচ্ছে। সফলতা পেলে ভবিষ্যতে আদার চাষের পরিধি বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
নয়াকান্দি গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, আমি আগে কখনো বস্তায় আদা চাষ করিনি। উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শে বস্তায় মাটি ভরাট করে আদা চাষ করছি। আদা গাছগুলো দিন দিন বেড়েই চলেছে। এখনো কোনো রোগবালাই দেখা দেয়নি।
এবিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক বলেন, আদা একটি অর্থকরী ফসল। এ পদ্ধতিতে আদা চাষে জমির চেয়ে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। বস্তায় আদা চাষে কিটনাশক এবং পানি লাগে অনেক কম। ফলে যে কোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব। পাশাপাশি কেউ চাইলে বাড়ির সামনে পরিত্যক্ত স্থানেও চাষ করা যায়। স্বল্প পরিসরে এ চাষের মাধ্যমে নিজেদের আদার চাহিদা মেটানো সম্ভব। বস্তায় আদা চাষে গুরুত্ব দিলে আমদানি নির্ভরতা কমে আসবে।

























