১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ড্যাফোডিলে শুরু হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর

‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (CDSTF)। এবারের উৎসবের মূল বিষয় “উপকূলীয় জীবন”, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হচ্ছে।

 

১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে দু’দিনব্যাপী এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন বলেন, “কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি স্বতন্ত্র উদ্যোগ। এখানে মূলত পিছিয়ে পড়া, দুর্ভোগে থাকা মানুষের গল্প উঠে আসে। আমাদের সাংবাদিকতা বিভাগ সবসময়ই সৃজনশীল প্রোগ্রামের আয়োজন করে এবং এই আয়োজনগুলো শিক্ষার্থীরাই সম্পূর্ণভাবে পরিচালনা করে। তাদের উদ্যোগ ও কার্যক্রম আমাকে সবসময়ই মুগ্ধ করে।”

 

ফেস্টিভ্যালের প্রধান উপদেষ্টা ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ আমি অনেক বেশি আনন্দিত আমাদের শিক্ষার্থীদের এই আয়োজন দেখে। কারণ তারা এই ফেস্টিভ্যালকে সারা বিশ্বে তুলে ধরতে পেরেছে। গত কয়েক মাসে ১৮টি দেশ থেকে আমাদের ফেস্টিভ্যালে ১৫৩টি ফিল্ম জমা পড়েছে। গত বছর প্রথম আসর থাকায় কিছু সীমাবদ্ধতা ছিল, তবে এবার আমাদের আয়োজন অনেক পরিপূর্ণ এবং শিক্ষার্থীরা আরও দক্ষতা অর্জন করে আগামীতে আরও প্রাণবন্ত আয়োজন করবে বলে আমি আশাবাদী।”

 

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. ফখরায় হোসাইন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগরি জন সাইমন, সহযোগী অধ্যাপক ও ফেস্টিভ্যালের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান জামিলসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অধিবেশন শেষে দেশ-বিদেশ থেকে জমা পড়া স্বাধীন এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হয়।

 

দুপুরের পর দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনের পরিচালনায় “নতুন বাংলাদেশের গল্প বলা: চলচ্চিত্র নির্মাণের সমগ্রিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর সাংবাদিক ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আশ্বাস এম এ চৌধুরী এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার। আলোচনায় সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে, রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি, সামাজিক সচেতনতা এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

শেষে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রভাষক মেহেরুন নাহারের সঞ্চালনায় কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল-২০২৫ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ফেস্টিভ্যালের সার্বিক বিষয়ে কথা বলেন ফেস্টিভ্যালের ডিরেক্টর ইকবাল হোসেন এবং কো-অর্ডিনেটর নাঈম হাসান হৃদয়। তারা দুজনেই সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

 

এই আলোচনার মাধ্যমে ফেস্টিভ্যালের প্রথম দিনের আয়োজন শেষ হয়। তবে আগামীকাল (মঙ্গলবার) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া, অভিনেত্রী তানজিন তিশাসহ ‘ঘুমপরি’ টিমের সদস্যরা উপস্থিত থাকবেন। ফিল্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণীসহ আরও আকর্ষণীয় আয়োজনও থাকবে।

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

ড্যাফোডিলে শুরু হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর

আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (CDSTF)। এবারের উৎসবের মূল বিষয় “উপকূলীয় জীবন”, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হচ্ছে।

 

১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে দু’দিনব্যাপী এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন বলেন, “কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি স্বতন্ত্র উদ্যোগ। এখানে মূলত পিছিয়ে পড়া, দুর্ভোগে থাকা মানুষের গল্প উঠে আসে। আমাদের সাংবাদিকতা বিভাগ সবসময়ই সৃজনশীল প্রোগ্রামের আয়োজন করে এবং এই আয়োজনগুলো শিক্ষার্থীরাই সম্পূর্ণভাবে পরিচালনা করে। তাদের উদ্যোগ ও কার্যক্রম আমাকে সবসময়ই মুগ্ধ করে।”

 

ফেস্টিভ্যালের প্রধান উপদেষ্টা ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ আমি অনেক বেশি আনন্দিত আমাদের শিক্ষার্থীদের এই আয়োজন দেখে। কারণ তারা এই ফেস্টিভ্যালকে সারা বিশ্বে তুলে ধরতে পেরেছে। গত কয়েক মাসে ১৮টি দেশ থেকে আমাদের ফেস্টিভ্যালে ১৫৩টি ফিল্ম জমা পড়েছে। গত বছর প্রথম আসর থাকায় কিছু সীমাবদ্ধতা ছিল, তবে এবার আমাদের আয়োজন অনেক পরিপূর্ণ এবং শিক্ষার্থীরা আরও দক্ষতা অর্জন করে আগামীতে আরও প্রাণবন্ত আয়োজন করবে বলে আমি আশাবাদী।”

 

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. ফখরায় হোসাইন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগরি জন সাইমন, সহযোগী অধ্যাপক ও ফেস্টিভ্যালের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান জামিলসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অধিবেশন শেষে দেশ-বিদেশ থেকে জমা পড়া স্বাধীন এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হয়।

 

দুপুরের পর দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনের পরিচালনায় “নতুন বাংলাদেশের গল্প বলা: চলচ্চিত্র নির্মাণের সমগ্রিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর সাংবাদিক ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আশ্বাস এম এ চৌধুরী এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার। আলোচনায় সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে, রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি, সামাজিক সচেতনতা এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

শেষে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রভাষক মেহেরুন নাহারের সঞ্চালনায় কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল-২০২৫ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ফেস্টিভ্যালের সার্বিক বিষয়ে কথা বলেন ফেস্টিভ্যালের ডিরেক্টর ইকবাল হোসেন এবং কো-অর্ডিনেটর নাঈম হাসান হৃদয়। তারা দুজনেই সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

 

এই আলোচনার মাধ্যমে ফেস্টিভ্যালের প্রথম দিনের আয়োজন শেষ হয়। তবে আগামীকাল (মঙ্গলবার) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া, অভিনেত্রী তানজিন তিশাসহ ‘ঘুমপরি’ টিমের সদস্যরা উপস্থিত থাকবেন। ফিল্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণীসহ আরও আকর্ষণীয় আয়োজনও থাকবে।