ইসলামী বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এই নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷
এতে সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম আল সাকিব দ্বীপের সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান এবং অধ্যাপক ড. মুর্শিদ আলম।
অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, যে উদ্দেশ্য নিয়ে তোমরা এত দূরে এসেছ সেটা তখনই সফল হবে যখন বাবা-মার স্বপ্ন এবং তোমাদের উদ্দেশ্য তোমরা বাস্তবায়ন করতে পারবে। আমাদের নরসিংদী থেকে যারা এখানে পড়াশোনার জন্য এসেছে এবং বেড়িয়ে গেছে তারা সবাই ভালো ভালো জায়গায় আছে। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেও নরসিংদীর কোনো ছেলেমেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমরা যেভাবে মিলেমিশে রয়েছো সেভাবেই সবসময় ভ্রাতৃত্ব বজায় রেখে থাকবে এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথি অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, আজকের পড়া কাল পড়ব ভেবে বসে থেকো না। বাবা মা অনেক কষ্ট করে এখানে পাঠিয়েছে৷ তোমরা পড়াশোনা টা ঠিকমত করবে। তোমরা প্রযুক্তি ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করে। তোমরা কেও এখন নাবালক না, সবাই নামাজের দিকে খেয়াল রাখবে৷ সকলে মিলেমিশে এই আয়োজন যেভাবে করেছ সেভাবেই সামনেও সুন্দর সুন্দর আয়োজন করবে বলে আমি আশাবাদী। তোমাদের যেকোন প্রয়োজনে আমাদের জানাবে, আমরা সাধ্যমতো তোমাদের পাশে থাকব।


























