চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন হাতিয়া স্টুডেন্ট ফোরাম চবির ৭ম কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সংগঠনটির আহবায়ক কমিটি ও উপদেষ্টামন্ডলীর সদস্যরা এই কমিটি প্রকাশ করেন। মো: শিহাব উদ্দিনকে সভাপতি ও আমিনুল ইসলাম রিমনকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এছাড়াও মঞ্জুর মোর্শেদ জিহাদ ও তামজিদ উদ্দিনকে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক হিসেবে উবায়দুর রহমান, অর্থ সম্পাদক হিসেবে মো: সাইফ হাসান ও দপ্তর সম্পাদক হিসেবে আব্দুস সাদেক নির্বাচিত হয়েছে।
সংগঠনটির নবনির্বাচিত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রিমন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাতিয়া স্টুডেন্ট ফোরাম ২০২৪-২৫ কার্যকরী কমিটির সকল সদস্য কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠাকালীন সময় হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত হাতিয়ার শিক্ষার্থীদের মেলা বন্ধন ও আস্থার জায়গা হিসেবে কাজ করে আসছে হাতিয়া স্টুডেন্ট ফোরাম। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থী এবং ফোরামের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।ফোরামের সার্বিক কার্যকারিতা গতিশীল ও বৃদ্ধি করতে আমরা বদ্ধ পরিকর।
উল্লেখ্য ২০১৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাতিয়া স্টুডেন্ট ফোরাম তার কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত সংগঠন বিভিন্ন সময়ে হাতিয়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ার সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


























