ইসলামী বিশ্ববিদ্যালয়ে এএসএম (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার ইবি শাখার উদ্যোগে আন্তর্জাতিক ডিএনএ দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এই দিবস উদযাপন করা হয়। এসময় আনন্দ র্যালি, কুইজ প্রতিযোগিতা, ডিএনএ পাজল সলভিং কমব্যাট ও ফেসবুক মিম কনটেস্টের আয়োজন করা হয়।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এএসএম কান্ট্রি অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অপরাধী সনাক্ত, যুদ্ধ-বিগ্ৰহ দেশে হারিয়ে যাওয়া মানুষকে খোঁজা ও তার পরিবারের সন্ধানে এই ডিএনএ টেস্ট গুরুত্বপূর্ণ অপরিসীম। আমরা যে জিন তত্ত্বের কথা বলি, তা কখনো নষ্ট হয় না। কোনো জিনিস এটাকে নষ্ট করতে পারে না। কুরআন মাজিদে আছে, মানুষকে আবার জীবিত করা হবে। সবাই যদি মারা যায়, তাহলে জীবিত কীভাবে করা হবে? কারণ, জিন মরে না। ওই জিনকে আবার জীবিত করা হবে। তাহলে দেখা যায়, এই জিন তত্ত্বের কী গুরুত্ব অনেক!’
তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্ররা আন্তর্জাতিক পরিমণ্ডলে সাড়া দিয়ে শিক্ষায় অগ্রগতির সাথে তাল মিলিয়ে তাঁরা চলছে। আজকের এই আয়োজনের জন্য আমি বিভাগের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর এই ধরনের কার্যক্রম যেন তারা আগামী দিনেও বহাল রাখে।’


























