স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের জন্য আবারও সংবাদ শিরোনাম হল নারায়ণগঞ্জ। অতীতে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের বেলায় এটা যেমন দেখা গেছে, গতরাত থেকে আজ সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের ঘটনা প্রবাহে তা আবারও প্রমাণিত হল।
আইভিকে গতরাতে গ্রেফতার করতে তার নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসভবনে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন আইভির সমর্থকদের ব্যাপক বাধার মুখে পড়েন তারা। সে সময় ঐ এলাকায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষের সংখ্যাও বাড়তে থাকে। তাদের প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা বাহিনী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গ্রেফতার অভিযান চালাতে গিয়ে। আইভি তখন বলতে থাকেন তাকে গ্রেফতারের জন্য রাতে আসার কারণ নেই। সকালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন। শেষ পর্যন্ত আইভি তার কথাতেই অটল ছিলেন। সারারাত তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে নিয়ে যেতে পারেনি। হাজার হাজার সমর্থক ঘিরে ছিলেন নারায়ণগঞ্জের সাবেক এই মেয়রের বাসভবন।
শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ গ্রেফতার করে আইভিকে বাসার বাইরে আনতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আওয়ামী লীগের পদধারী হলেও উন্নয়নমূলক কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা প্রভাবশালী এ নেত্রীর সমর্থকরা তখনও তাকে ঘিরে ছিলেন। স্লোগানে উত্তাল সে সময় পুরো এলাকা। এখানেই ঘটনা শেষ হয়নি। আইভিকে গ্রেফতার করে নিরাপত্তা হেফাজতে নেওয়ার জন্য যখন গাড়ি বহর রওনা দেয়, সে বহরে ককটেল নিক্ষেপ করে হামলার ঘটনাও ঘটে।
নারায়ণগঞ্জের রাজনীতির গতি প্রবাহে চোখ রাখেন এমন বিশ্লেষকদের মতে, সেলিনা হায়াত আইভির একজন রাজনৈতিক নেত্রী হিসেবে দৃঢ় গণভিত্তি আছে। তিনি ছিলেন একজন নির্বাচিত মেয়র। নিরপেক্ষতা ও শামীম ওসমান বিরোধিতার কারণে আওয়ামী লীগের রাজনীতির বাইরে অন্য সমর্থকরাও তার আদেশ মান্য করেন। আইভি তার রাজনৈতিক প্রতিপক্ষ শামীম ওসমানকে অতিক্রম করে এমন বিপুল জনসমর্থনের অধিকারিনী হয়েছেন। মেয়র থাকাকালে আইভির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি, বরং জনকল্যাণমূলক কাজে খ্যাতি অর্জন করছেন তিনি। তাই নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ আওয়ামী লীগ নেত্রী হওয়া সত্ত্বেও আইভির প্রতি সহানুভূতিশীল।
আজ আইভিকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে সহিংসতা নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ রাজনীতির বৈশিষ্ট্যকে উন্মোচন করেছে। আগামী রাজনীতি এমন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে হাঁটবে কিনা সে উত্তর ভবিষ্যতের কব্জায় জমা।

























