ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের তথা স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৩২০ টি আসনের বিপরীতে ১৮২৮ জন ভর্তিচ্ছু অংশ নেন যা মোট আবেদনের ৯১ শতাংশ।
রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে ডি ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলে বেলা ১২ টা পর্যন্ত। ভ্যাপসা গরমের মধ্যে এদিন সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, উপস্থিত খুবই সন্তোষজনক। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। যেহেতু ডি ইউনিটের শিক্ষার্থীরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা সোস্যাল সাইন্সের তাই অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে। এজন্যই উপস্থিতর হার একটু কম। তবে প্রেরণার বিষয় যে গুচ্ছ অন্তর্ভুক্ত না হয়েও ৮০-৯০% শিক্ষার্থী উপস্থিত আছেন। খুবই শান্তিপূর্ণভাবে এবং সফলতার সাথে পরীক্ষা শেষ হবে এটা আমাদের প্রত্যাশা।
এদিকে, ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্খিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সকাল থেকেই ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ডি ইউনিট ভুক্ত ৪টি বিভাগ হচ্ছে – আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এতে প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়েন ভর্তিচ্ছুরা।


























