০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিটি বেসরকারিকরণের প্রতিবাদে বন্দর শ্রমিক দলের অবস্থান ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা রবিবার (২৫ মে) সকাল ১০টায় বন্দর ভবনের ফটকের সামনে এই কর্মসূচি শুরু করে। তাদের সঙ্গে বন্দর রক্ষা পরিষদসহ বিভিন্ন সংগঠনও একাত্মতা প্রকাশ করে অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছে। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনও কর্তৃত্ব থাকবে না।’ এ টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। কর্মসূচিতে ‘এনসিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে’, ‘ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা চাই না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন নেতাকর্মীরা।চট্টগ্রাম বন্দরের এনসিটি আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

এনসিটি বেসরকারিকরণের প্রতিবাদে বন্দর শ্রমিক দলের অবস্থান ধর্মঘট

আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা রবিবার (২৫ মে) সকাল ১০টায় বন্দর ভবনের ফটকের সামনে এই কর্মসূচি শুরু করে। তাদের সঙ্গে বন্দর রক্ষা পরিষদসহ বিভিন্ন সংগঠনও একাত্মতা প্রকাশ করে অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছে। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনও কর্তৃত্ব থাকবে না।’ এ টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। কর্মসূচিতে ‘এনসিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে’, ‘ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা চাই না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন নেতাকর্মীরা।চট্টগ্রাম বন্দরের এনসিটি আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।
এমআর/সব