এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর হোসেন কোলিভান্দ।
আইএসএনএ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, কোলিভান্ড বলেছেন, যদিও সরাসরি কোনো আঘাত হানার ঘটনা ঘটেনি, তবুও কাছাকাছি হামলার কারণে পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তা আরও বলেন, এই হামলা আন্তর্জাতিক মানবিক নিয়মের লঙ্ঘন।
১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে সামরিক আক্রমণ শুরু করে। বিশেষ করে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলে। ইরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এর জবাব দেওয়া শুরু করে। তখন থেকে ইসরায়েল এবং ইরান হামলা চালিয়ে যাচ্ছে।
উভয় পক্ষই হতাহত ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে এবং স্বীকার করেছে, বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা এখনো অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া ও চীন ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংঘাত নিরসনে মধ্যস্থতা করার জন্য প্রস্তুতি প্রকাশ করেছে মস্কো।
এমআর/সব
শিরোনাম
ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
-
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ।
- 106
জনপ্রিয় সংবাদ


























