ব্রিজটাউন টেস্টে পেস বোলিংয়ে ঝাঁঝ দেখিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই পেসার জেইডেন সিলস ও সামার জোসেপের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৬.৫ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও। ২০ ওভার ব্যাট করে ৫৭ রানে হারিয়েছে টপ অর্ডারের ৪ উইকেট। প্রথম দিনের ১৪ উইকেটই নিয়েছেন দুই দলের পেসাররা। টস জিতে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া ২২ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। স্যাম কনস্টাস (৩), ক্যামেরুন গ্রিন (৩) ও জস ইংলিশ (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যান। প্রতিরোধ গড়েন উসমান খাজা ও ট্রাভিস হেড। তারা ৮৯ রান যোগ করেন। খাজা ফিরে যান ৪৭ রান করে। হেড ৭৮ বলে ৫৯ রান করেন। তারা ফিরতেই অলআউট হয় অস্ট্রেলিয়া। মধ্যে কেবল অধিনায়ক প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রান যোগ করেন। অজিদের ইনিংস ধসিয়ে দেন দুই ক্যারিবীয় পেসার সিলস ও সামার। এর মধ্যে সিলস তুলে নেন ৫ উইকেট। সামারের ভাগে পড়ে চারটি। অন্য উইকেটটি নেন জাস্টিন গ্রেভস। ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা পাঁচ ওভার থাকতে দলটির আরও দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। এর মধ্যে ২০ রান করা কার্টিস কেটির আউট ছিল দলটির জন্য বড় ধাক্কা। ব্রেন্ডন কিং ২৩ রান করে দিন শেষ করেছেন। তার সঙ্গী অধিনায়ক রোস্টন চেজ।
শিরোনাম


























