ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন ২০২৫) সকালে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত তাঁর কবর জিয়ারত ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এনামউল্যার পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
হাজী মোহাম্মদ দানেশ ২৭ জুন ১৯০০সালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ২৮ জুন ১৯৮৬সালে ঢাকায় মৃত্যু বরণ করেন। অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা যিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের ‘জনক’ হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা। তিনি পূর্ব বাঙ্গলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের কৃষি কলেজ ১৯৯৯ খ্রিষ্টাব্দে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উন্নীত হয়।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী যে ক’জন বরেণ্য ব্যক্তির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাঁদের মধ্যে হাজি মোহাম্মদ দানেশ অন্যতম। ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুরের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন এই বিপ্লবী নেতা।
এমআর/সবা
শিরোনাম
হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
-
দিনাজপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- ।
- 123
জনপ্রিয় সংবাদ


























