শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ দুই খেলায় ২ পয়েন্ট পেয়ে ১৭ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। প্রথম রাউন্ডে সাজিদ শ্রীলঙ্কার থ্রিকালাভালা চালিনু ওনিথকে এবং দ্বিতীয় রাউন্ডে শ্রীলঙ্কার সাথসিন্ধু মিনুরাকে হারান।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে ১৩ দেশের ৪ আন্তর্জাতিক মাস্টার ও ৬ ফিদে মাস্টারসহ ৯৩ খেলোয়াড় অংশগ্রহণ করছেন।


























