০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে বন্যাকবলিতদের পাশে সেনাবাহিনী, ত্রাণ সামগ্রী বিতরণ করলো বাঘাইহাট জোন

খাগড়াছড়ির সাজেকের বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি।

এসময় আরও উপস্থিত ছিলেন—জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মো. ঈসমাইল হোসেন, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাসুদ রানা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। বাঘাইহাট জোন শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং দুর্যোগ মোকাবেলা এবং অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা অব্যাহত রাখবে। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের ফলে সাজেকে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ওইসব পরিবার চরম দুর্ভোগে পড়ে। সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় স্বস্তি ফিরে আসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

সাজেকে বন্যাকবলিতদের পাশে সেনাবাহিনী, ত্রাণ সামগ্রী বিতরণ করলো বাঘাইহাট জোন

আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ির সাজেকের বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি।

এসময় আরও উপস্থিত ছিলেন—জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মো. ঈসমাইল হোসেন, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাসুদ রানা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। বাঘাইহাট জোন শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং দুর্যোগ মোকাবেলা এবং অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা অব্যাহত রাখবে। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের ফলে সাজেকে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ওইসব পরিবার চরম দুর্ভোগে পড়ে। সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় স্বস্তি ফিরে আসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে।

এমআর/সবা