০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে নবীজীর শানে রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে স্বাগত র‌্যালি

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"2dd57aae8fc2427c9b3083c62bf30614","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনকে স্বাগত জানিয়ে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মুহম্মদ ওমর ফারুক বিল্লাহ। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, রবিউল আউয়াল মাস হলো বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাস। তাই এ মাসকে ঘিরে রাসূলপ্রেমে উদ্বেল হয়ে প্রতিবছরই স্বাগত র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

রাজারহাটে নবীজীর শানে রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে স্বাগত র‌্যালি

আপডেট সময় : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনকে স্বাগত জানিয়ে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা, মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মুহম্মদ ওমর ফারুক বিল্লাহ। আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হযরত মাওলানা কাজী মুহম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুখদেব ফাজিল মাদ্রাসা। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, রবিউল আউয়াল মাস হলো বিশ্বমানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাস। তাই এ মাসকে ঘিরে রাসূলপ্রেমে উদ্বেল হয়ে প্রতিবছরই স্বাগত র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসএস/সবা