১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে শেষের নাটকীয়তার পর ৫ রানে জিতল রাজশাহী

শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী জিতেছে ৫ রানে। ১৪৭ রান তাড়া করতে নামা সিলেটকে ৯ উইকেটে ১৪২ রানে আটকেছে রাজশাহী।

এটি ৯ ম্যাচে রাজশাহীর সপ্তম জয়। ১৪ পয়েন্ট তুলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করেছে নাজমুল হোসেনের দল। চট্টগ্রাম বাদে আর কোনো দলের এই পরিমাণ পয়েন্ট তোলার সুযোগ নেই। অন্য দিকে সিলেটের এলিমিনেটর ম্যাচে খেলাও নিশ্চিত। আজকের ম্যাচটি ছিল লিগ পর্বে মিরাজদের শেষ ম্যাচ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট এখন তিনে আছে সিলেট। লিগ পর্বের বাকি ম্যাচগুলোর ফল যেমনই হোক, সিলেট তৃতীয় বা চতুর্থ স্থানেই থাকবে।

 

৬ বলে দরকার ১১ রান। বোলিংয়ে বিনুরা ফার্নান্দো, ব্যাটিংয়ে শহিদুল।

প্রথম বল: রান নেই। বিনুরার অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে নিতে পারেননি শহিদুল।

দ্বিতীয় বল: ১ রান। লং অফের দিকে বল পাঠিয়ে এক রান শহিদুলের। স্ট্রাইকে রুয়েল মিয়া।

তৃতীয় বল: ১ রান। বাউন্সার ছিল। রুয়েল কোনোমতে ব্যাটে লাগিয়ে সিঙ্গেল নিতে পেরেছেন। ৩ বলে দরকার ৯ রান।

চতুর্থ বল: ডট। অফ স্টাম্পের বাইরের বল। ব্যাটে নিতে পারেননি শহিদুল। ২ বলে দরকার ৯ রান।

পঞ্চম বল: ১ রান। অফ স্টাম্পের বাইরে ফুল টস। মিড অফে পাঠিয়ে এক রানই নিতে পেরেছেন শহিদুল। সিলেটের ১ বলে দরকার ৮ রান।

ওয়াইড। আগের বলের পর ক্র্যাম্প করেছিলেন বিনুরা। তবু শেষ বল করতে দৌড়ালেন। ধীরগতিতে দৌড়ে বল ফেলেছেন অফ স্টাম্পের অনেক বাইরে, দু হাত বাড়ালেন আম্পায়ার।

আবারও ওয়াইড। এবার উচ্চতার কারণে ওয়াইড দিলেন লেগ আম্পায়ার। মিরপুরে নাটকীয়তা। ১ বলে ৬ রান দরকার সিলেটের।

ষষ্ঠ বল: বোল্ড। রুয়েলকে বোল্ড করলেন বিনুরা। রাজশাহী ৫ রানে জয়ী।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের

বিপিএলে শেষের নাটকীয়তার পর ৫ রানে জিতল রাজশাহী

আপডেট সময় : ১১:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী জিতেছে ৫ রানে। ১৪৭ রান তাড়া করতে নামা সিলেটকে ৯ উইকেটে ১৪২ রানে আটকেছে রাজশাহী।

এটি ৯ ম্যাচে রাজশাহীর সপ্তম জয়। ১৪ পয়েন্ট তুলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করেছে নাজমুল হোসেনের দল। চট্টগ্রাম বাদে আর কোনো দলের এই পরিমাণ পয়েন্ট তোলার সুযোগ নেই। অন্য দিকে সিলেটের এলিমিনেটর ম্যাচে খেলাও নিশ্চিত। আজকের ম্যাচটি ছিল লিগ পর্বে মিরাজদের শেষ ম্যাচ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট এখন তিনে আছে সিলেট। লিগ পর্বের বাকি ম্যাচগুলোর ফল যেমনই হোক, সিলেট তৃতীয় বা চতুর্থ স্থানেই থাকবে।

 

৬ বলে দরকার ১১ রান। বোলিংয়ে বিনুরা ফার্নান্দো, ব্যাটিংয়ে শহিদুল।

প্রথম বল: রান নেই। বিনুরার অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে নিতে পারেননি শহিদুল।

দ্বিতীয় বল: ১ রান। লং অফের দিকে বল পাঠিয়ে এক রান শহিদুলের। স্ট্রাইকে রুয়েল মিয়া।

তৃতীয় বল: ১ রান। বাউন্সার ছিল। রুয়েল কোনোমতে ব্যাটে লাগিয়ে সিঙ্গেল নিতে পেরেছেন। ৩ বলে দরকার ৯ রান।

চতুর্থ বল: ডট। অফ স্টাম্পের বাইরের বল। ব্যাটে নিতে পারেননি শহিদুল। ২ বলে দরকার ৯ রান।

পঞ্চম বল: ১ রান। অফ স্টাম্পের বাইরে ফুল টস। মিড অফে পাঠিয়ে এক রানই নিতে পেরেছেন শহিদুল। সিলেটের ১ বলে দরকার ৮ রান।

ওয়াইড। আগের বলের পর ক্র্যাম্প করেছিলেন বিনুরা। তবু শেষ বল করতে দৌড়ালেন। ধীরগতিতে দৌড়ে বল ফেলেছেন অফ স্টাম্পের অনেক বাইরে, দু হাত বাড়ালেন আম্পায়ার।

আবারও ওয়াইড। এবার উচ্চতার কারণে ওয়াইড দিলেন লেগ আম্পায়ার। মিরপুরে নাটকীয়তা। ১ বলে ৬ রান দরকার সিলেটের।

ষষ্ঠ বল: বোল্ড। রুয়েলকে বোল্ড করলেন বিনুরা। রাজশাহী ৫ রানে জয়ী।

এমআর/সবা