চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দালালের নাম দিলীপ বড়ুয়া (১৮)।
আজ সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়। দিলীপ বড়ুয়া বায়েজিদ থানাধীন অক্সিজেনের রউফাবাদ এলাকার সুলাল বড়ুয়ার ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সবুজ বাংলাকে জানান, চমেক হাসপাতাল প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে দালাল দিলীপ বড়ুয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে চমেক হাসপাতালে সংঘবদ্ধ একটি দালাল চক্র গ্রাম থেকে আসা রোগী ও তাদের সঙ্গির সাথে নানা ভাবে প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্রের হাতে পড়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন বলে ভুক্তভোগিদের অভিযোগ।
























