ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শৌলজালিয়া গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি নফিছুর রহমান হক্কোননুরী (রঃ) দরবার শরীফে ১০৫তম বার্ষিক ওরশ ও আশেকানদের তিনদিন ব্যাপি মিলনমেলা সম্পন্ন হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) ভোরে বিদায়ী গীতি ও তবারক বিতরণের মাধ্যমে এ মিলন মেলা সম্পন্ন হয়।
তিনদিন ব্যাপি ওরশে কোরআন তেলায়েত, শেজরা শরীফ পাঠ, বাংলা মিলাদ শরীফ ও মোনাজাত, গজল কাওয়ালী, মারফতি, মোর্শেদী ও জ্বলি জেকের অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের পীর আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ জানান, তিদিন ব্যাপি ওরশ ও মিলন মেলায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ এতে অংশ নেন। ওরশকে ঘিরে মাঠে মেলা বসেছিল।























