০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালে ৫ বছরের চুক্তি

এমবাপ্পের জার্সি নম্বর কত?

আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এর পরেই ফ্রি খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়তে চান ফরাসি এই ফরোয়ার্ড। পিএসজিকে এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। আর এমবাপ্পের এমন সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন উঠেছে, কোন ক্লাবে যাচ্ছেন ফরাসি অধিনায়ক। অবশেষে জানা গেল, স্প্যানিশ লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ৫ বছরের চুক্তি সেরেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেলপোর্তিভো ও মার্কা নিশ্চিত করে জানিয়েছে ২০২৪ সালের জুলাইয়ে রিয়াল ক্যাম্পে যোগ দেবেন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার। চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। এমবাপের সঙ্গে চুক্তির বিষয়ে লস ব্লাঙ্কোসরা দুই সপ্তাহ আগেই সমঝোতা করে ফেলেছে। রিয়াল বোর্ড তাকে জানুয়ারির শুরুতে নতুন চুক্তির প্রস্তাব দেয়।

২০২২ সালের জুলাইয়ে ফ্রি এজেন্টে রিয়ালে আসার খুব কাছে ছিলেন এমবাপ্পে। শেষ সময়ে ওই চুক্তি ভেস্তে যায়। এবারের চুক্তির শর্তগুলোও আগের মতোই থাকছে। তবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইমেজ স্বত্বের কিছু শর্ত শীথিল করেছেন। রিয়াল মাদ্রিদে এমবাপ্পে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের একজন হবেন। তার মূল বেতন হবে মৌসুমে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। বোনাস ও ভাতা মিলিয়ে মৌসুমে সেটা ২৬ মিলিয়ন ইউরোর মতো হবে বলে জানিয়েছে মার্কা। পিএসজিতে বর্তমানে তিনি নেট ৩২ মিলিয়ন ইউরো বেতন পান। বোনাস-ভাতা মিলিয়ে যা ৭২ মিলিয়নে দাঁড়ায়।

ফ্রি এজেন্ট হওয়ায় এমবাপ্পেকে কিনতে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না রিয়ালে মাদ্রিদের। ফ্রি’তে বড় তারকা কিনতে পারলে ক্লাবগুলো তাকে বোনাস দেয়। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পে ৫০ মিলিয়ন ইউরোর মতো সাইনিং বোনস পাবেন বলে জানিয়েছে মার্কা। তবে তা পিএসজির থেকে বেশ কম। পিএসজিতে চুক্তি নবায়ন করে এমবাপ্পে ৬০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস ও ৮০ মিলিয়ন ইউরো আনুগত্য ভাতা পেয়েছেন।

অবশ্য অতীতেও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর বাতাসে ভেসেছিল। তবে এবারের বাতাসের জোর একটু বেশিই। মুন্ডো দেলপোর্তিভোর মতোই নির্ভরযোগ্য অনেক গণমাধ্যম ও ফ্যাব্রিজিও রোমানোর মতো দলবদলের বিশ্বস্ত সাংবাদিকরা জানিয়েছেন, এই মৌসুম শেষে রিয়ালে ভিড়ছেন বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই তারকা।

তবে এমবাপ্পের রিয়ালে ভেড়ার আলোচনার মধ্যেই একটি বিষয় নিয়ে চলছে জোর চর্চা। সেটি এমবাপ্পের জার্সি নম্বর। রিয়াল মাদ্রিদে এলে ফরাসি এই তারকা কত নম্বর জার্সি পরে খেলবেন সেটি নিয়ে কৌতুহল অনেকেরই। সাধারণত এমবাপ্পে ৭ নম্বর জার্সিতে খেলেন। ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে এই জার্সিটা গায়ে তুলেছেন, এখন পর্যন্ত এটাই পরছেন।

তবে রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সিটার মান ভালোভাবেই রেখে চলেছেন রিয়ালের অন্যতম সেরা তারকা। তাহলে রিয়ালে ২৫ বছর বয়সি এমবাপ্পে কত নম্বর জার্সি পরবেন? স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি, যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন তারই স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান। তারও আগে রিয়ালের ১০ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন ক্রোয়াট তারকা লুকা মদরিচ।

এদিকে ৭ নম্বর জার্সি না পাওয়া নিয়ে এমবাপ্পের অবশ্য কোনো অভিযোগ থাকার কথা নয়। জিদানের এই উত্তরসূরি যে ফ্রান্স দলে ১০ নম্বর জার্সিটাই পরেন।

 

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

রিয়ালে ৫ বছরের চুক্তি

আপডেট সময় : ১২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এর পরেই ফ্রি খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়তে চান ফরাসি এই ফরোয়ার্ড। পিএসজিকে এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। আর এমবাপ্পের এমন সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন উঠেছে, কোন ক্লাবে যাচ্ছেন ফরাসি অধিনায়ক। অবশেষে জানা গেল, স্প্যানিশ লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ৫ বছরের চুক্তি সেরেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেলপোর্তিভো ও মার্কা নিশ্চিত করে জানিয়েছে ২০২৪ সালের জুলাইয়ে রিয়াল ক্যাম্পে যোগ দেবেন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার। চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। এমবাপের সঙ্গে চুক্তির বিষয়ে লস ব্লাঙ্কোসরা দুই সপ্তাহ আগেই সমঝোতা করে ফেলেছে। রিয়াল বোর্ড তাকে জানুয়ারির শুরুতে নতুন চুক্তির প্রস্তাব দেয়।

২০২২ সালের জুলাইয়ে ফ্রি এজেন্টে রিয়ালে আসার খুব কাছে ছিলেন এমবাপ্পে। শেষ সময়ে ওই চুক্তি ভেস্তে যায়। এবারের চুক্তির শর্তগুলোও আগের মতোই থাকছে। তবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইমেজ স্বত্বের কিছু শর্ত শীথিল করেছেন। রিয়াল মাদ্রিদে এমবাপ্পে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের একজন হবেন। তার মূল বেতন হবে মৌসুমে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। বোনাস ও ভাতা মিলিয়ে মৌসুমে সেটা ২৬ মিলিয়ন ইউরোর মতো হবে বলে জানিয়েছে মার্কা। পিএসজিতে বর্তমানে তিনি নেট ৩২ মিলিয়ন ইউরো বেতন পান। বোনাস-ভাতা মিলিয়ে যা ৭২ মিলিয়নে দাঁড়ায়।

ফ্রি এজেন্ট হওয়ায় এমবাপ্পেকে কিনতে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না রিয়ালে মাদ্রিদের। ফ্রি’তে বড় তারকা কিনতে পারলে ক্লাবগুলো তাকে বোনাস দেয়। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পে ৫০ মিলিয়ন ইউরোর মতো সাইনিং বোনস পাবেন বলে জানিয়েছে মার্কা। তবে তা পিএসজির থেকে বেশ কম। পিএসজিতে চুক্তি নবায়ন করে এমবাপ্পে ৬০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস ও ৮০ মিলিয়ন ইউরো আনুগত্য ভাতা পেয়েছেন।

অবশ্য অতীতেও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর বাতাসে ভেসেছিল। তবে এবারের বাতাসের জোর একটু বেশিই। মুন্ডো দেলপোর্তিভোর মতোই নির্ভরযোগ্য অনেক গণমাধ্যম ও ফ্যাব্রিজিও রোমানোর মতো দলবদলের বিশ্বস্ত সাংবাদিকরা জানিয়েছেন, এই মৌসুম শেষে রিয়ালে ভিড়ছেন বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই তারকা।

তবে এমবাপ্পের রিয়ালে ভেড়ার আলোচনার মধ্যেই একটি বিষয় নিয়ে চলছে জোর চর্চা। সেটি এমবাপ্পের জার্সি নম্বর। রিয়াল মাদ্রিদে এলে ফরাসি এই তারকা কত নম্বর জার্সি পরে খেলবেন সেটি নিয়ে কৌতুহল অনেকেরই। সাধারণত এমবাপ্পে ৭ নম্বর জার্সিতে খেলেন। ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে এই জার্সিটা গায়ে তুলেছেন, এখন পর্যন্ত এটাই পরছেন।

তবে রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সিটার মান ভালোভাবেই রেখে চলেছেন রিয়ালের অন্যতম সেরা তারকা। তাহলে রিয়ালে ২৫ বছর বয়সি এমবাপ্পে কত নম্বর জার্সি পরবেন? স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি, যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন তারই স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান। তারও আগে রিয়ালের ১০ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন ক্রোয়াট তারকা লুকা মদরিচ।

এদিকে ৭ নম্বর জার্সি না পাওয়া নিয়ে এমবাপ্পের অবশ্য কোনো অভিযোগ থাকার কথা নয়। জিদানের এই উত্তরসূরি যে ফ্রান্স দলে ১০ নম্বর জার্সিটাই পরেন।

 

 

 

স/মিফা