০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক ঘন্টা বাড়িয়ে মেট্রোরেল চলাচল শুরু

 

রাতে নতুন সূচিতে চলাচল শুরু করেছে মেট্রারেল। পবিত্র রমজান মাস উপলক্ষে রোজার শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় রাতে ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে রাত ৯টা ৪০ মিনিটি পর্যন্ত মেট্রোরেল সেবা পাচ্ছেন ঢাকাবাসী। গতকাল বুধবার থেকে পূর্বঘোষণা অনুযায়ী এটি কার্যকর হয়। নতুন সূচির প্রথমদিনেই যাত্রীরা উচ্ছাসা প্রকাশ করেছেন এবং মধ্যরাত পর্যন্ত মেট্রোসেবা চালুর দাবি জানিয়েছেন। যদিও মেট্রো কর্তৃ[পক্ষ জানিয়েছে, রোজা শেষে আবারও পূর্বের সময়সূচিতে ফিরবে মেট্রোরেল। তবে চাহিদা থাকলে এই সময়সূচি নিয়মিত রাখারও পরিকল্পনা আছে তাদের।

 

 

মতিঝিলে একটি পত্রিকা অফিসে কর্মরত তাসকিনা ইসলাম বলেন, আগে অফিস শেষ হওয়ার পর বাসায় ফিরতে অসুবিধা হতো। অপেক্ষা ছিলাম কবে মেট্রোরেলের সময় বাড়বে। সময় বাড়ায় বিশেষ করে নারীদের জন্য সুবিধা হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কথা হয় রাইসুল ইসলামরে সঙ্গে। তিনি বলেন, আমি উত্তরা থেকে নিউমার্কেট এসছিলাম ঈদের কেনাকাটার জন্য। মেট্রারেলের সময় বাড়ানোতে সুবিধা হয়েছে। কষ্ট করে বাসে বাড়ি ফিরতে হচ্ছেনা। মেট্রোরেলের সময় আরও বাড়ানো উচিত। কারণ ঢাকার বিভিন্ন সড়কে রাত ১১টা পর্যন্ত যানজট থাকে।

 

এর আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, রোজার শেষের দিকে ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষদের কথা চিন্তা করে মেট্রোরেলের সময় বাড়ানো হয়েছে।
ডিএমটিসিএল থেকে জানানো হয়, নতুন সময়ে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শেষের এই এক ঘণ্টায় ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে ১০টি ট্রিপ বেশি চলবে মেট্রোরেল। ফলে সাধারণ দিনে ১৮৪ বার ট্রেন চলেও তখন চলবে ১৯৪ বার।

 

এছাড়া রমজান মাসে র‌্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। ইফতারের সময় মেট্রোরেলের অবস্থিত যাত্রীদের জন্য ২৫০ এমএল পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। তবে বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

 

বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে।
গত ১০ মার্চ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো রেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীণ। তখন প্রতি ১২ মিনিট পর পর ট্রেন ছাড়বে। ট্রেনের সময় বাড়ায় সব মিলিয়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মোট মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এক ঘণ্টা সময় বাড়ায় ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ যাত্রী চলাচল করতে পারবেন মেট্রোরেল হয়ে।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

এক ঘন্টা বাড়িয়ে মেট্রোরেল চলাচল শুরু

আপডেট সময় : ০৫:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

 

রাতে নতুন সূচিতে চলাচল শুরু করেছে মেট্রারেল। পবিত্র রমজান মাস উপলক্ষে রোজার শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় রাতে ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে রাত ৯টা ৪০ মিনিটি পর্যন্ত মেট্রোরেল সেবা পাচ্ছেন ঢাকাবাসী। গতকাল বুধবার থেকে পূর্বঘোষণা অনুযায়ী এটি কার্যকর হয়। নতুন সূচির প্রথমদিনেই যাত্রীরা উচ্ছাসা প্রকাশ করেছেন এবং মধ্যরাত পর্যন্ত মেট্রোসেবা চালুর দাবি জানিয়েছেন। যদিও মেট্রো কর্তৃ[পক্ষ জানিয়েছে, রোজা শেষে আবারও পূর্বের সময়সূচিতে ফিরবে মেট্রোরেল। তবে চাহিদা থাকলে এই সময়সূচি নিয়মিত রাখারও পরিকল্পনা আছে তাদের।

 

 

মতিঝিলে একটি পত্রিকা অফিসে কর্মরত তাসকিনা ইসলাম বলেন, আগে অফিস শেষ হওয়ার পর বাসায় ফিরতে অসুবিধা হতো। অপেক্ষা ছিলাম কবে মেট্রোরেলের সময় বাড়বে। সময় বাড়ায় বিশেষ করে নারীদের জন্য সুবিধা হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কথা হয় রাইসুল ইসলামরে সঙ্গে। তিনি বলেন, আমি উত্তরা থেকে নিউমার্কেট এসছিলাম ঈদের কেনাকাটার জন্য। মেট্রারেলের সময় বাড়ানোতে সুবিধা হয়েছে। কষ্ট করে বাসে বাড়ি ফিরতে হচ্ছেনা। মেট্রোরেলের সময় আরও বাড়ানো উচিত। কারণ ঢাকার বিভিন্ন সড়কে রাত ১১টা পর্যন্ত যানজট থাকে।

 

এর আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, রোজার শেষের দিকে ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষদের কথা চিন্তা করে মেট্রোরেলের সময় বাড়ানো হয়েছে।
ডিএমটিসিএল থেকে জানানো হয়, নতুন সময়ে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শেষের এই এক ঘণ্টায় ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে ১০টি ট্রিপ বেশি চলবে মেট্রোরেল। ফলে সাধারণ দিনে ১৮৪ বার ট্রেন চলেও তখন চলবে ১৯৪ বার।

 

এছাড়া রমজান মাসে র‌্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। ইফতারের সময় মেট্রোরেলের অবস্থিত যাত্রীদের জন্য ২৫০ এমএল পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। তবে বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

 

বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে।
গত ১০ মার্চ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো রেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীণ। তখন প্রতি ১২ মিনিট পর পর ট্রেন ছাড়বে। ট্রেনের সময় বাড়ায় সব মিলিয়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মোট মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এক ঘণ্টা সময় বাড়ায় ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ যাত্রী চলাচল করতে পারবেন মেট্রোরেল হয়ে।