পাবনার ভাঙ্গুড়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ মে) বিকেলে পরমানন্দপুর ফুটবল খেলার মাঠে টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি ফাইনালে ১-০ গোলে পুকুরপাড় ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে পরমানন্দপুর অগ্নি সংঘ ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের প্রতিনিধি হিসেবে উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বী খান মুক্তি, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল হাসান বিপ্লব উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। তারা আমাদের খেলা বেশ উপভোগ করেছেন। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, ভাঙ্গুড়া উপজেলার বড়াল কিন্ডার গার্টেনের ক্রীড়া শিক্ষক বিএম ছানাউল্লাহ।






















