নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন ডিএসকে’র আদিবাসী প্রকল্প। আর আজ থেকে শুরু হলো আদিবাসী বেকার যুবক যুবতীদেরকে দক্ষ করে গড়ে তুলতে ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। শনিবার বিকাল ৩টায় দুর্গাপুরের বাগিচাপাড়ায় সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্প অফিস ও আদিবাসী রিসোর্স সেন্টারে এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিএসকে এর সহকারী পরিচালক শামসুল আলম খান, আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, আদিবাসী প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলম, কাউন্সিলর কর্মকর্তা মালঞ্চ রেমা, ললিত বিপিন হাজং ছাত্রাবাস এর হোস্টেল সুপার অবনী কান্ত হাজং, প্রকল্প কর্মকর্তা অন্তর হাজং, কম্পিউটার প্রশিক্ষক নুর আলম সিদ্দিকী প্রমুখ।
উদ্বোধন শেষে আলোচনা সভায় নির্বাহী পরিচালক বলেন, ডিএসকে সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করছে, আদিবাসীরা আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নে সংস্থার পক্ষ থেকে আমরা কাজ করে যাব। আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে যুক্ত হয়ে দেশের সম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান তিনি।






















