নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমাদের সুসঙ্গ’’ এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী৷
এ সময় সংগঠনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি‘র সঞ্চালনায় সংগঠনের আহবায়ক সাবেক যুগ্ন সচিব অর্ধেন্দু শেখর রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান,ডিএসকে এর নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, এডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।
এ বছর দুর্গাপুর উপজেলায় এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৩১ জন ও বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ২২ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়৷ ২০২০ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে এ সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোশতাক আহমেদ রুহী বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।তোমরাই আগামীতে দুর্গাপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। শিক্ষাক্ষেত্রে আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
























