১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্দিকুরের শরণাপন্ন বিসিবি!

হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না- বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে এমন অভিযোগ ভক্ত-সমর্থকদের। তাহলে কীভাবে পাওয়ার হিটিং বা জোরে বল মারা যায়? ব্যাটারদের সেই কৌশল শেখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শরণাপন্ন হয়েছে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। একজন গলফার কীভাবে জোরে বল মারে সেটাই ক্রিকেটারদের শেখাবেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান।

ক্রিকেটাররা যেভাবে ছক্কা মারতে গিয়ে বলে জোরে হিট করেন, ঠিক একইভাবে গলফ কোর্সে গলফাররাও বলে জোরে হিট করেন এবং সেই বল অনেক দূরে নিয়ে গিয়ে নির্দিষ্ট হোলে ফেলতে হয়। গলফাররা কীভাবে এত জোরে বলে হিট করেন, সেই পাওয়ার হিটিংটাই ব্যাটারদের শেখানোর জন্য সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি।

 

জনপ্রিয় সংবাদ

সিদ্দিকুরের শরণাপন্ন বিসিবি!

আপডেট সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না- বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে এমন অভিযোগ ভক্ত-সমর্থকদের। তাহলে কীভাবে পাওয়ার হিটিং বা জোরে বল মারা যায়? ব্যাটারদের সেই কৌশল শেখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শরণাপন্ন হয়েছে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। একজন গলফার কীভাবে জোরে বল মারে সেটাই ক্রিকেটারদের শেখাবেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান।

ক্রিকেটাররা যেভাবে ছক্কা মারতে গিয়ে বলে জোরে হিট করেন, ঠিক একইভাবে গলফ কোর্সে গলফাররাও বলে জোরে হিট করেন এবং সেই বল অনেক দূরে নিয়ে গিয়ে নির্দিষ্ট হোলে ফেলতে হয়। গলফাররা কীভাবে এত জোরে বলে হিট করেন, সেই পাওয়ার হিটিংটাই ব্যাটারদের শেখানোর জন্য সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি।