ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একদিনের শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া তার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোকর্যালি করেছে বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) সকালে প্রশাসনের শোক উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং হল সমূহের পতাকা অর্ধনর্মিত রাখা হয়। প্রশাসনের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।
এছাড়া সকাল ১০ টার দিকে শিক্ষার্থীদের উত্থাপিত ১৫ দফা দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে এবং সাজিদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে একটি শোকর্যালি বের করেন আল কুরআন বিভাগের শিক্ষার্থীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. ইলিয়াস হোসেন সহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
শোক র্যালি শেষে আল কুরআন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি চাইনা সাজিদ আব্দুল্লাহর মতো দ্বিতীয় কোন ঘটনা ১৭৫ একরে ঘটুক। আমরা গতকাল শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। সিসিটিভির কাজ শুরু হয়েছে, তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে যদি কেও বাধা দিতে চায় তাহলে আমাকে জানাবেন। আমি নিশ্চিত করে বলতে চাই, ছাড় দেওয়া হবেনা। সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য ইনশাআল্লাহ উদঘাটন হবে এবং অপরাধী যে-ই হোক তাকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ধৈর্য ধারণের মাধ্যমে আপনারা সাজিদ আব্দুল্লাহর জন্য দাবি আদায়ে সংগ্রাম করে যাবেন। সাজিদ আব্দুল্লাহর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় শোকাহত।

























