বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, “বকুল ভাইয়ের মতো নেতার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া ছাত্রদল নেতৃবৃন্দ বকুলের সাংগঠনিক ভূমিকা ও ছাত্র আন্দোলনে অবদানের কথা তুলে ধরে তার আশু রোগমুক্তি কামনা করেন।
দোয়া মাহফিলে নবগঠিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























