গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও ছাত্রশিবিরের পৃথক র্যালি ও কর্মসূচি অনুষ্ঠিত হলেও নীরব ছিল ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বাম সংগঠনগুলো।
ছাত্রশিবির সকাল থেকে র্যালি, সমাবেশসহ বিকেলে “জুলাই জাগরণ” র্যালি করে সক্রিয় অংশগ্রহণ করে।
অন্যদিকে, আসন্ন রাকসু নির্বাচন ও সাংগঠনিক দুর্বলতার কারণে বাম সংগঠনগুলোর কোনো কর্মসূচি ছিল না। ছাত্রদলও ৭ আগস্ট থেকে আলাদা কর্মসূচির প্রস্তুতির কথা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অংশগ্রহণ না করায় ছাত্র উপদেষ্টা হতাশা প্রকাশ করেন এবং পারস্পরিক দ্বন্দ্বকেই এর মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

























