০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড় বনাম সমতল প্রীতি ফুটবল ম্যাচে ০৪-০২ গোলে পাহাড়ের জয়

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার আকাশে আজ যেন রঙ ছড়ালো পাহাড় ও সমতলের আদিবাসীদের ফুটবল উচ্ছ্বাসে।

বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে আয়োজিত হলো এক অনন্য প্রীতি ফুটবল ম্যাচে, মুখোমুখি হয় পাহাড়ি ও সমতলের আদিবাসী দল।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ মিত্র চাকমা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পাদক উজ্জ্বল আজিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকায় বসবাসরত আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ দর্শক। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; ঢাকায় পড়াশোনা বা কর্মরত বহু আদিবাসী তরুণ-তরুণী খেলাটি উপভোগ করতে উপস্থিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং পাহাড় ও সমতলের আদিবাসী জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে পারস্পরিক বন্ধন বাড়লে বাংলাদেশের আদিবাসী জনগণ ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারবে।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক মনোভাব দেখাতে থাকে। প্রথমার্ধে সমতল দল গোল করে এগিয়ে গেলেও কিছুক্ষণ পর পাহাড়ি দল সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে পাহাড়ি দল খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং টানা আক্রমণে আরও তিনটি গোল করে। সমতল দল একবার গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে পাহাড়ি দল জয়ী হয়।

দর্শকদের উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলার প্রতিটি আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকরা করতালি ও শিস দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পদক তুলে দেন অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

পাহাড় বনাম সমতল প্রীতি ফুটবল ম্যাচে ০৪-০২ গোলে পাহাড়ের জয়

আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার আকাশে আজ যেন রঙ ছড়ালো পাহাড় ও সমতলের আদিবাসীদের ফুটবল উচ্ছ্বাসে।

বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে আয়োজিত হলো এক অনন্য প্রীতি ফুটবল ম্যাচে, মুখোমুখি হয় পাহাড়ি ও সমতলের আদিবাসী দল।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ মিত্র চাকমা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পাদক উজ্জ্বল আজিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকায় বসবাসরত আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ দর্শক। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; ঢাকায় পড়াশোনা বা কর্মরত বহু আদিবাসী তরুণ-তরুণী খেলাটি উপভোগ করতে উপস্থিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং পাহাড় ও সমতলের আদিবাসী জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে পারস্পরিক বন্ধন বাড়লে বাংলাদেশের আদিবাসী জনগণ ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারবে।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক মনোভাব দেখাতে থাকে। প্রথমার্ধে সমতল দল গোল করে এগিয়ে গেলেও কিছুক্ষণ পর পাহাড়ি দল সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে পাহাড়ি দল খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং টানা আক্রমণে আরও তিনটি গোল করে। সমতল দল একবার গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে পাহাড়ি দল জয়ী হয়।

দর্শকদের উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলার প্রতিটি আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকরা করতালি ও শিস দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পদক তুলে দেন অতিথিরা।