ওজন কারচুপি ও অনিয়মের অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশন, স্বর্ণ ও ওষুধের দোকানে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
তিনি জানান, ওজন কারচুপির অভিযোগে ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে প্রতারণার দায়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকটি স্বর্ণের দোকানে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে গ্রাহকদের ঠকানো হচ্ছিল। দোকান মালিকদের সতর্ক করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে ওজন মেশিন ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আবার অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, বুধবার শহরের বিভিন্ন স্থানে পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৯টি ওষুধের দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের এই ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে এবং ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এমআর/সবা























