রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে চারটি ডাস্টবিন স্থাপন করেছে আসন্ন রাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেল কাওসার-সাচ্চু-ইমরুল পরিষদ। হলের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও মাছির উপদ্রব রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্যানেল নেতারা।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে হলের প্রথম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে মোট চারটি ডাস্টবিন স্থাপন করা হয়। পরিষদের সদস্যরা নিজ হাতে সেগুলো স্থাপন করেন।
এ বিষয়ে ভিপি (সভাপতি) পদপ্রার্থী কাওসার হাবিব বলেন, “ফ্যাসিবাদ বিরোধী ইনক্লুসিভ প্যানেল হিসেবে আমরা চাই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা। ছাত্রদের জন্য আমরা হয়তো সব ফ্লোরে ফ্লোরি (ডাস্টবিন) দিতে পারবো না, তবে প্রশাসন চাইলে এবং দায়িত্ব নিলে তা পুরো হলে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা সেই দৃষ্টি আকর্ষণ করতে চাই।”
কাওসার আরও বলেন, এ ধরনের ছোট উদ্যোগের মাধ্যমে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ ও হল প্রশাসনের দায়িত্ববোধ জাগ্রত করাই তাদের উদ্দেশ্য।
কাওসার হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি প্রার্থী। একই পরিষদ থেকে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন ইমরুল। খুব শীঘ্রই তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলে জানান।
এমআর/সবা

























