নওগাঁর ধামইরহাট থানার হরতকিডাঙ্গা এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাইলি বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব। রোববার রাতের দিকে অস্থায়ী চেকপোস্টে যাত্রীবাহী ভ্যান তল্লাশি করার সময় তাকে ধরা হয়।
আটককৃত লাইলি বেগম উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের কন্যা। র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল জানায়, তিনি ধামইরহাট থেকে জয়পুরহাটগামী পাঁকা রাস্তা দিয়ে মাদক পরিবহন করছিলেন। মহিলা র্যাব সদস্যদের তল্লাশিকালে তার কাছে থাকা ৫০ পিস ট্যাবলেট ও ২৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এমআর/সবা























