সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২৫। গতকাল মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। তিনি বলেন, বায়োডাইভারসিটি রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. ইকবাল শাহীন এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট প্রফেসর এ. জি. এম. নিয়াজ উদ্দিন। তাঁরা বৃক্ষরোপণের ইহকালীন ও পরকালীন সুফলের কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ উদ্যানের কর্মকর্তারা সহযোগিতা করেন।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর উদ্দীন এবং আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হাসান।
এমআর/সবা

























