০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে নৈতিক সমাজের আলোচনা সভা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূলমন্ত্র ছিল—“নৈতিক সমাজ সর্বজনীন।”

নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একরামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন, যিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি, স্বৈরতন্ত্র ও দারিদ্র্য দূর করতে পারলে রাষ্ট্র স্বাভাবিকভাবে উন্নত হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাদশা, জেলা আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব রোকনুজ্জামান, জেলা সদস্য সোহানুর রহমান সোহান, রাজারহাট উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, ছিনাই ইউনিয়নের সদস্য আকবর আলী ও সদস্য সচিব শৈলেন রায়।

বক্তারা জানান, বর্তমান রাজনীতিতে নৈতিকতার ঘাটতি, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস সমাজকে পিছিয়ে দিচ্ছে। তারা তিনটি প্রধান লক্ষ্য ঘোষণা করেন—দুর্নীতি শূন্য রাজনীতি, দারিদ্র্য শূন্য সমাজ ও সন্ত্রাস শূন্য রাষ্ট্র।

সভায় সাত দফা জাতীয় মুক্তি সনদও উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে—নৈতিক শিক্ষা ও সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার ও নৈতিক নেতৃত্ব, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন, সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় ঐক্য।

স্থানীয় মানুষরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং নৈতিক সমাজের কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

রাজারহাটে নৈতিক সমাজের আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূলমন্ত্র ছিল—“নৈতিক সমাজ সর্বজনীন।”

নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একরামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন, যিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি, স্বৈরতন্ত্র ও দারিদ্র্য দূর করতে পারলে রাষ্ট্র স্বাভাবিকভাবে উন্নত হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাদশা, জেলা আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব রোকনুজ্জামান, জেলা সদস্য সোহানুর রহমান সোহান, রাজারহাট উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, ছিনাই ইউনিয়নের সদস্য আকবর আলী ও সদস্য সচিব শৈলেন রায়।

বক্তারা জানান, বর্তমান রাজনীতিতে নৈতিকতার ঘাটতি, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস সমাজকে পিছিয়ে দিচ্ছে। তারা তিনটি প্রধান লক্ষ্য ঘোষণা করেন—দুর্নীতি শূন্য রাজনীতি, দারিদ্র্য শূন্য সমাজ ও সন্ত্রাস শূন্য রাষ্ট্র।

সভায় সাত দফা জাতীয় মুক্তি সনদও উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে—নৈতিক শিক্ষা ও সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার ও নৈতিক নেতৃত্ব, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন, সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় ঐক্য।

স্থানীয় মানুষরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন এবং নৈতিক সমাজের কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।

এমআর/সবা