বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট ২০২৫) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর বারোটায় উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান সাদ্দাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনের নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসএস/সবা
শিরোনাম
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- ।
- 112
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"39d1d409ee5e48d4966ea3a545a9ecbe","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}
জনপ্রিয় সংবাদ






















