রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেহেদী হাসান (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকালে তাকে রমেক হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। মেহেদী রংপুর নগরীর রেলওয়ে কলোনীর আবু জাফর আলীর ছেলে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা মরদেহ দ্রুত ময়নাতদন্ত ও ময়নাতদন্তের জন্য জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা নেয়।
এ বিষয়টি পুলিশের নজরে এলে ঘটনাস্থল থেকেই টাকাসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, দালাল মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা গ্রহণ করে আসছিলেন। তিনি ডাক্তার পরিচয় দিয়ে মর্গে থাকা মরদেহ পরিবারের কাছে টাকা গ্রহণ করে। এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসএস/সবা

























